হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চ্যাট করা যাবে মেসেঞ্জারে, নয়া ফিচার আনছে ফেসবুক

হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চ্যাট করা যাবে মেসেঞ্জারে, নয়া ফিচার আনছে ফেসবুক

ক্যালিফোর্নিয়া:  নিজের কোটি কোটি ইউজারদের জন্য এবার নতুন  ফিচার আনতে চলেছে ফেসবুক৷ সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে রয়েছে ৩ বিলিয়ন ইউজার৷ কিন্তু এই দুই প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য এখন ইউজারদের পৃথক অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়৷ তবে খুব শীঘ্রই বদলাতে চলেছে এই ট্রেন্ড৷ সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, এবার থেকে এই দুই জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে ক্রস-চ্যাট ফিচার আনতে চলছে ফেসবুক৷ 

ধরা যাক কোনও ব্যক্তির হোয়াটসঅ্যাপ  অ্যাকাউন্ট আছে, তবে তিনি মেসেঞ্জার ব্যবহার করেন না৷ নো প্রবলেম৷ এবার থেকে তাঁরা যে কোনও একটি অ্যাপসের মাধ্যমেই উভয় প্ল্যাটফর্মে বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন৷ গত বছর প্রথম এই আইডিয়াটি শেয়ার করেছিলেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ৷ একটি অনন্য পরিষেবার মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামকে একত্রিত করার পরিকল্পনা করেছিলেন তিনি৷ তবে এই তালিকায় এবার জুড়তে চলেছে মেসেঞ্জার৷ মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপকে মার্জ করে খেলাটাই বদলে দিতে চলেছে এই সোশ্যাল নেটওয়ার্কিং জায়েন্ট৷ এই ক্রস সাপোর্ট বৈশিষ্ট্যটি ডেভলপমেন্টের প্রাথমিক স্তরে রয়েছে বলে জানা গিয়েছে৷ তবে এর চূড়ান্ত পরিণতি কী হবে তা এখনও বলা সম্ভব নয়৷ 

টিপস্টার বলছে, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের একীভূত হওয়ার বিষয়টি আকর্ষণীয় মনে হলেও, এর কিছু চ্যালেঞ্জও রয়েছে৷ ডেভলপারদের এর কার্যকারিতা সম্পর্কে অত্যন্ত সতর্ক ও নিশ্চিত হতে হবে৷ এই বিষয়ে পরীক্ষামূলক স্তরে যদি সন্তোষজনক ফলাফল না-মেলে, তাহলে অন্যান্য সম্ভাবনার দিকে দৃষ্টি ঘোরাতে পারে ফেসবুক৷ 

অনেকেই হয়তো বলবেন, ফেসবুকের অন্য প্ল্যাটফর্মের সঙ্গে হোয়াটসঅ্যাপের মেলবন্ধনের  ফলে এনক্রিপশনের উপর প্রভাব পড়বে৷ কিন্তু বলে রাখা ভালো, ইতিমধ্যেই মেসেঞ্জারের জন্য এনক্রিপশন প্ল্যান নিশ্চিত করেছে ফেসবুক৷ যার ফলে ইউজারদের ডাটা এবং তাঁদের চ্যাট সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে৷ ভবিষ্যতে এই ফিচারগুলির সাফল্যের জন্য প্রতিটি স্তরে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে৷ হোয়াটসঅ্যাপ আনার আগেও বিস্তারিত পরীক্ষা- নিরীক্ষা করা হয়েছিল৷ পাকাপাকি ভাবে প্রকাশের আগে যথাযথ সময় নিয়েছিল ফেসবুক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =