প্রকাশ্যে জুকারবার্গের সমালোচনা, চাকরি গেল ফেসবুক কর্মীর

প্রকাশ্যে জুকারবার্গের সমালোচনা, চাকরি গেল ফেসবুক কর্মীর

591be6ffb8b890dc3ebc5fcb1bae6dc5

 

নিউইয়র্ক: প্রকাশ্যে সংস্থার সিইও মার্ক জুকারবার্গের সমালোচনা করায় চাকরি গেল এক ফেসবুক কর্মীর৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন উস্কানিমূলক পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলেও, এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। ট্রাম্প ইস্যুতে তাঁর এই অবস্থানের বিরুদ্ধেই সরব হয়েছিলেন ফেসবুক কর্মী ব্র্যানডন ডেইল৷  

এই ঘটনায় টুইটারে সরব হন তিনি৷ সিয়াটেলের ইঞ্জিনিয়র ডেইল টুইট করে বলেন, প্রকাশ্যে এই সহকর্মীর বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে চাকরি থেকে সরানো হয়েছে৷ যিনি ব্ল্যাক লাইভ ম্যাটার মুভমেন্ট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন৷ ছয় ইঞ্জিনিয়র সহ ফেসবুকের বহু কর্মী ডেইলের দলে নাম লেখানোর ঠিক করের দিনই এই টুইট করেন তিনি৷ নিজের ডেস্ক ছেড়ে ফেসবুক সিইও মার্ক জুকারবার্গের বিরুদ্ধে টুইট করে প্রতিবাদ জানান তিনি৷ সোশ্যাল মিডিয়া সংস্থায় এহেন প্রতিবাদ এই প্রথম৷ 

গত ২ জুন ডেইন টুইটার পোস্টে লিখেছিলেন, ‘‘আন্তর্জাতিক স্তরে এই বিষয়ে কোনও মন্তব্য না করাই, ইস্যুটি ইতিমধ্যেই রাজনীতির রং নিয়েছে৷’’ শুক্রবার ফের টুইট করে তিনি বলেন, তিনি নিজের অবস্থানে অবিচল রয়েছেন৷ এদিকে, ফেসবুক ডেইলকে বরখাস্ত করলেও, এই বিষয়ে অতিরিক্ত কোনও তথ্য দিতে রাজি হয়নি৷   

জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদের প্রতিক্রিয়া হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছিলেন, “লুটপাট শুরু হলেই গেলাগুলিও শুরু হয়৷” এই মন্তব্যের পর স্যোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে৷ টুইটার ট্রাম্পের এই পোস্টটিকে আড়াল করে দেয়৷ পাশাপাশি তারা জানিয়েছে, এই শব্দের ব্যবহার উস্কানিমূলক, প্রতিহিংসা ছড়িয়ে দিতে পারে। যা পরিষেবার বিধি লঙ্ঘন করেছে। কিন্তু এক্ষেত্রে ফেসবুক কোনও পদক্ষেপ নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *