অতিরিক্ত ভালবাসেন স্বামী, অতিষ্ঠ হয়ে বিচ্ছেদ চাইলেন স্ত্রী!

আবর: স্বামীর অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে অবশেষে বিবাহ বিচ্ছেদ চেয়ে বসলেন স্ত্রী৷ মহিলার দাবি, স্বামীর সঙ্গে কোনও দিনও তাঁর মনোমালিন্য হয়নি৷ ঝগড়াও করেন না স্বামী৷ মান-অভিমানের কোন পালা নেই৷ স্বামী ভালোবাসায় ভরিয়ে দিলেও দাম্পত্যজীবন কেন যেন নিষ্প্রাণ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি দমবন্ধ হয়ে উঠেছেন৷ স্বামীর অতিরিক্ত ভালোবাসা ও দামী দামী উপহার পেয়ে তিনি হাঁপিয়ে উঠেছেন৷

অতিরিক্ত ভালবাসেন স্বামী, অতিষ্ঠ হয়ে বিচ্ছেদ চাইলেন স্ত্রী!

আবর: স্বামীর অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে অবশেষে বিবাহ বিচ্ছেদ চেয়ে বসলেন স্ত্রী৷ মহিলার দাবি, স্বামীর সঙ্গে কোনও দিনও তাঁর মনোমালিন্য হয়নি৷ ঝগড়াও করেন না স্বামী৷ মান-অভিমানের কোন পালা নেই৷ স্বামী ভালোবাসায় ভরিয়ে দিলেও দাম্পত্যজীবন কেন যেন নিষ্প্রাণ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি দমবন্ধ হয়ে উঠেছেন৷

স্বামীর অতিরিক্ত ভালোবাসা ও দামী দামী উপহার পেয়ে তিনি হাঁপিয়ে উঠেছেন৷ ভুল করলেও স্বামী তাঁকে বকাবকি তো দূরের কথা, কিছুই মনে করেন না৷ আর এই পরিস্থিতিতে তিনি জানান, স্বামীর থেকে তিনি দূরে থাকতে চেয়ে আমিরশাহির ফুজাইরা শহর শরিয়াহ আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন বছর ৩০-এর বধূ৷

গত তিন বছর আগেই তাঁদের বিয়ে হয়েছে৷ তিন বছরের দাম্পত্য জীবনে ভালোবাসা থাকলেও সম্পর্কটা কেমন যেন ম্যাড়মেড়ে৷ স্বামীর সঙ্গে মান-অভিমানের পালা না থাকায় তিনি স্বামীকে ছাড়তে চেয়ে আবেদন করেছেন৷ বিপরীতমুখী বিবাহবিচ্ছেদের আর্জি শুনে তাজ্জব আদালত৷

আবেদনের ভিত্তিতে আদালত জানিয়েছে, নিজেদের মধ্যে ভুল শুধরে নিলে সম্পর্ক আরও মধুর হতে পারে৷ মান-অভিমান সম্পর্কের একটি অংশ৷ ফলে স্বামী-স্ত্রী দু’জনকেই বুঝতে হবে তাঁরা কী চান৷ ফলে এখনই এই মামলার শুনানি না করে দু’জনকে একান্তে দিন পনেরোর জন্য ঘুরে আসতেও নির্দেশ দিয়েছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *