শ্রীলঙ্কায় বিস্ফোরণ: দেখুন সন্দেহভাজন জঙ্গির ভিডিও

কলম্বো: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে এল। সেখানে এক যুবককে কলম্বোর সেন্ট সিবেস্তিয়ান চার্চের সামনে থেকে ব্যাগপ্যাক কাঁধে হেঁটে যেতে দেখা যাচ্ছে। সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তদন্তকারিরা তাকেই সন্দেহভাজন জঙ্গি বলে মনে করছে। এদিনই ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। #WATCH Colombo: CCTV footage of suspected suicide bomber (carrying

শ্রীলঙ্কায় বিস্ফোরণ: দেখুন সন্দেহভাজন জঙ্গির ভিডিও

কলম্বো: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে এল। সেখানে এক যুবককে কলম্বোর সেন্ট সিবেস্তিয়ান চার্চের সামনে থেকে ব্যাগপ্যাক কাঁধে হেঁটে যেতে দেখা যাচ্ছে। সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তদন্তকারিরা তাকেই সন্দেহভাজন জঙ্গি বলে মনে করছে।  এদিনই ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

বিশ্বব্যাপী ত্রাস হয়ে ওঠা ইসলামিক স্টেট বা আইসিস নিজেদের প্রচার চালানো আমাক সংবাদ এজেন্সির মাধ্যমে বিবৃতি দিয়ে নাশকতার দায় নিয়েছে বলে জানিয়েছে সাইট ইনটেলিজেন্স গোষ্ঠী৷ যারা সর্বত্র সন্ত্রাসবাদী কার্যকলাপের ওপর নজরদারি চালায়৷

বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কায় খ্রিস্টান ও মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্যদের টার্গেট করে হয়েছিল ওই হামলায়৷
যদিও শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র তথা স্বাস্থ্যমন্ত্রী রজিথা সেনারত্নে ইতিমধ্যেই রবিবারের সিরিয়াল বিস্ফোরণে ন্যাশনাল তৌহিদ জামাত নামে স্থানীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন৷ রবিবার শ্রীলঙ্কা কাঁপিয়ে আটটি বিস্ফোরণ হয় তিন গির্জা, তিনটি বিলাসবহুল হোটেলে। যার বলি হন ৩২১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =