পাইপলাইন ফেটে বিস্ফোরণ, মৃত্যু ২১, আহত ৭০

মেক্সিকো: মেক্সিকোতে পাইপলাইন ফেটে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও ৭০ জন। এদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে মেক্সিকোর হিডালগোতে সরকার পরিচালিত গ্যাস সংস্থা পেমেক্সের পাইপলাইনে বিষ্ফোরনের ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এক আধিকারিক জানিয়েছেন যে পাইপলাইনে বেআইনি ট্যাপের মাধ্যমে টুক্সপ্যানটুলা পাইপ থেকে গ্যাস চুরি করতে গিয়ে এই বিপত্তি হয়েছে। হিডালগোর

10048d98c7d4dd63740b3226360ef02a

পাইপলাইন ফেটে বিস্ফোরণ, মৃত্যু ২১, আহত ৭০

মেক্সিকো: মেক্সিকোতে পাইপলাইন ফেটে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও ৭০ জন। এদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে মেক্সিকোর হিডালগোতে সরকার পরিচালিত গ্যাস সংস্থা পেমেক্সের পাইপলাইনে বিষ্ফোরনের ফলে এই দুর্ঘটনাটি ঘটে।

এক ‌আধিকারিক জানিয়েছেন যে পাইপলাইনে বেআইনি ট্যাপের মাধ্যমে টুক্সপ্যানটুলা পাইপ থেকে গ্যাস চুরি করতে গিয়ে এই বিপত্তি হয়েছে। হিডালগোর গভর্নর ওমর ফায়াদ জানিয়েছেন এই কাজ হুয়াচিকোলেরোদের (যারা গ্যসোলিন স্মাগলিং করে)। সেই সঙ্গে তিনি জানান যে এই ঘটনা যাতে পুনরায় না ঘটে তা আমাদেরই দেখতে হবে। মেক্সিকোর রাষ্ট্রপতি আঁন্দ্রে মানুয়েল লোপেজ ওব্রাডোর এই প্রসঙ্গে বলেন যে দক্ষিন আমেরিকার দেশ গুলিতে পেট্রোলিয়াম গ্যসের ঘাটতি চলছে সেই কারনে গ্যাস স্মাগলারদের কার্যকলাপ বেড়ে গেছে অনেকটা। তারা বিভিন্ন জায়গা থেকে গ্যাসলাইনের পাইপ কেটে গ্যাস চুরি করে। এই হুয়াচিকোলেরোদের জন্য গত বছর সরকারের ৩.১৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২,৩৭৪ কোটি টাকা। এই রকম যাতে না হয় সেই চেষ্টাই করছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *