এবার পাক সেনা কনভয়ে বিস্ফোরণ, মৃত বহু

বালুচিস্তান: এবার পাক সেনা কনভয়ে হামলায় নিহত ছয় পাক জওয়ান৷ গুরুতর জখম বেশ কয়েকজন৷ পাঞ্জাব প্রদেশের বালুচিস্তানের বুগতি জেলার ঘটনা৷ জানা গিয়েছে, এদিন বিকালে বুগতি জেলায় পাক সেনার কনভয়ে হামলা করে জঙ্গিরা৷ বিস্ফোরণে উড়ে যায় পাক সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি৷ এই হামলার দায় স্বীকার করেছে বালুচ ফাইটারস৷ বালুচ রিপাবলিকানের মুখপাত্র সারবাজ জানিয়েছে, যতদিন পর্যন্ত স্বাধীন বালুচ

এবার পাক সেনা কনভয়ে বিস্ফোরণ, মৃত বহু

বালুচিস্তান: এবার পাক সেনা কনভয়ে হামলায় নিহত ছয় পাক জওয়ান৷ গুরুতর জখম বেশ কয়েকজন৷ পাঞ্জাব প্রদেশের বালুচিস্তানের বুগতি জেলার ঘটনা৷

জানা গিয়েছে, এদিন বিকালে বুগতি জেলায় পাক সেনার কনভয়ে হামলা করে জঙ্গিরা৷ বিস্ফোরণে উড়ে যায় পাক সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি৷ এই হামলার দায় স্বীকার করেছে বালুচ ফাইটারস৷ বালুচ রিপাবলিকানের মুখপাত্র সারবাজ জানিয়েছে, যতদিন পর্যন্ত স্বাধীন বালুচ প্রদেশ গঠন হবে, ততদিন বারবার ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা হবে পাক সেনাবাহিনীর উপর৷

গত ১৭ ফেব্রুয়ারিও পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েট্টায় পাক কনভয়ে হামলা করেছিল জঙ্গিরা৷ এই আত্মঘাতী হামলায় নিহত হন ৯ জন পাক সেনা৷ আহত হন অন্তত ১১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − two =