ভারতে পালিয়ে আসার চেষ্টা! আটক বাংলাদেশের বিচারপতি

কলকাতা: ভারতে পালিয়ে আসার চেষ্টার সময় আটক বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী মানে বিজিবি ভারত সীমান্তের কাছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন…

Picsart 24 08 24 14 36 43 065

কলকাতা: ভারতে পালিয়ে আসার চেষ্টার সময় আটক বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী মানে বিজিবি ভারত সীমান্তের কাছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে। আটক করার পর তাকে বিজিবি ক্যাম্পে হেফাজতে রেখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। পরবর্তীতে তাকে রাত ১২টা নাগাদ ক্যাম্প থেকে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে আসার চেষ্টা করছিলেন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ছিলেন। মানিককে মধ্যরাত পর্যন্ত বিজিবি ফাঁড়িতে রাখা হয়। বাংলাদেশে রাজনৈতিক পালা বদলের পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং তাঁর দলের নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। ইতিমধ্যেই আওয়ামী লিগের বেশ কয়েকজন নেতা এবং প্রাক্তন বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। আর এবার আটক বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।