খেল খতম, পাকিস্তানের মাটিতেই খুন জম্মু হামলার মাস্টার মাইন্ড!

জম্মু-কাশ্মীরে হামলার মাস্টারমাইন্ড খুন (Amir Hamsa assassination) ভারতের মাটিতে তিনি সন্ত্রাস চালিয়েছিলেন। তাতে শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন সেনা জওয়ান। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে জম্মুতে সন্ত্রাস…

Amir Hamza

জম্মু-কাশ্মীরে হামলার মাস্টারমাইন্ড খুন (Amir Hamsa assassination)

ভারতের মাটিতে তিনি সন্ত্রাস চালিয়েছিলেন। তাতে শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন সেনা জওয়ান। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে জম্মুতে সন্ত্রাস ছড়িয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটে ২০১৮ সালে। জম্মু-কাশ্মীরে হামলার সেই ঘটনায় মাস্টারমাইন্ড পাকিস্তানের প্রাক্তন ব্রিগেডিয়ার খুন হয়ে গেলেন সে দেশেই।

আমির হামজাকে গুলি করে হত্যা (Amir Hamsa)

অবসরপ্রাপ্ত পাক ব্রিগেডিয়ার আমির হামজাকে সম্প্রতি অজ্ঞাত পরিচয় আততায়ীরা গুলি করে হত্যা করেছে। তাঁর স্ত্রী এবং কন্যাও গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তান পাঞ্জাবের ঝিলম এলাকার লীলা ইন্টারচেঞ্জ অঞ্চলে। ঘটনায় চার অজ্ঞাত পরিচয় আততায়ীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। কে বা কারা অবসরপ্রাপ্ত পাক ব্রিগেডিয়ারকে খুন করল তা জানতে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে চার আততায়ী মোটরবাইকে এসেছিল। কোনও ছিনতাইয়ের লক্ষ্যে আমিরকে খুন করা হয়নি। তাই পাক পুলিশ এটিকে ‘টার্গেট কিলিং’ বলেই মনে করছে। অর্থাৎ হামজাকে খুন করাই উদ্দেশ্য ছিল আততায়ীদের।

সুঞ্জওয়ান সেনা শিবিরে জঙ্গি হামলার প্রধান ষড়যন্ত্রকারী

২০১৮ সালে জম্মু-কাশ্মীরের সুঞ্জওয়ান সেনা শিবিরে যে জঙ্গি হামলা হয় তার প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন এই আমির হামজা। হামলায় পাঁচ ভারতীয় সেনা জওয়ানের পাশাপাশি এক জওয়ানের বাবা শহিদ হয়েছিলেন। এছাড়া ছয় মহিলা ও শিশু-সহ দশ জন আহত হয়েছিলেন। জানা গিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অন্যতম শীর্ষ পদে কর্মরত ছিলেন হামজা। হামজার ভাই আয়ুব সেই হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। ঘটনার দিন আমিরের গাড়ির পিছনে মোটরবাইকে যাচ্ছিলেন আয়ুব।

পাকিস্তানেও হামজারের শত্রু? (Pakistan terrorism)

এরপর থেকে ভারতীয় গোয়েন্দাদের স্ক্যানারে ছিলেন আয়ুব ও আমির।  আমির সরফরাজ নামে আইএসআইয়ের এক আধিকারিককে কয়েক মাস আগে অজ্ঞাত পরিচয় আততায়ীরা গুলি করে খুন করে। এবার নিহত হলেন আমির হামজা। ওয়াকিবহাল মহলের ধারণা পাকিস্তানেও হামজার অনেক শত্রু ছিল। সেই কারণেই রীতিমতো আঁটঘাট বেঁধে ‘রেকি’ করে খুন করা হয়েছে হামজাকে।

প্রাক্তন পাক ব্রিগেডিয়ার খুন (Jammu attack mastermind killed)

এর আগেও পাকিস্তানের মাটিতে খুন হয়ে গিয়েছে বিভিন্ন সন্ত্রাসের ঘটনায় যুক্তরা। গুপ্ত শত্রুদের আক্রমণেই নিহত হয়েছে তারা। আন্তর্জাতিক মহলে ভারত বারবার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করে সরব হয়েছে। পাকিস্তান যে সন্ত্রাসকে প্রত্যক্ষভাবে মদত দেয় সেই সংক্রান্ত বহু জ্বলন্ত প্রমাণ ভারত তুলে ধরেছে। কিন্তু পাকিস্তানের দাবি তারা নাকি সন্ত্রাসে মদত দেয় না। এই পরিস্থিতিতে প্রাক্তন পাক ব্রিগেডিয়ার খুনের ঘটনায় যথেষ্ট জল্পনা ছড়িয়েছে।

আরও পড়ুন-

এ তো সাক্ষাৎ যম! দিল্লি থেকে সৌদি আরব, তাপদাহে মৃত্যু মিছিল

ভারতের সঙ্গে চুক্তি ভেঙেছিল পাকিস্তানই! 

শীঘ্রই নির্বাচন, মিলবে পূর্ণ রাজ্যের মর্যাদা! কাশ্মীরে বড় ঘোষণা মোদীর

World: Amir Hamsa, a former Pakistani brigadier and mastermind behind the 2018 Jammu attack, targeted killing in Pakistan’s Punjab province.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *