বাংলাদেশে বিরোধী দলে মর্যাদা পেল এরশাদের পার্টি

বাংলাদেশে প্রধান বিরোধী দল হতে চলেছে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিই। বিরোধী নেতা হবেন দলের এরশাদ। দলের কোনও সদস্য মন্ত্রী হবেন না। শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। নির্বাচনে ফল বেরোনোর পর গত চারদিন ধরে এই ইস্যুটি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ছিল। আওয়ামি লিগ নেতৃত্বে মহাজোটে রয়েছে জাতীয় পার্টি। ফলে

বাংলাদেশে বিরোধী দলে মর্যাদা পেল এরশাদের পার্টি

বাংলাদেশে প্রধান বিরোধী দল হতে চলেছে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিই। বিরোধী নেতা হবেন দলের এরশাদ। দলের কোনও সদস্য মন্ত্রী হবেন না। শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। নির্বাচনে ফল বেরোনোর পর গত চারদিন ধরে এই ইস্যুটি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ছিল। আওয়ামি লিগ নেতৃত্বে মহাজোটে রয়েছে জাতীয় পার্টি। ফলে ২২টি আসন নিয়ে তারা সরকারে না বিরোধী দলে থাকবে তা নিয়ে ছিল আলোচনা। অবশেষে আজ দলের চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগ ২৫৭টি, জাতীয় পার্টি ২২টি, বিএনপি ৫টি, ওয়ার্কার্স পাটি ৩টি, স্বতন্ত্র ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, জেপি ১টি ও তরিকত ফেডারেশন ১টি করে আসন পেয়েছে। বিবৃতিতে এরশাদ বলেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিরোধী দলীয় উপনেতা হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =