বিশ্বজুড়ে শুধুই শূন্যতা, বিশ্বযুদ্ধের বিপর্যয় থেকেও ভয়ংকর

বিশ্বজুড়ে শুধুই শূন্যতা, বিশ্বযুদ্ধের বিপর্যয় থেকেও ভয়ংকর

11dad57a625b41bba47b74ec1e5dee1f

নিউ ইয়র্ক: সাল ১৯৫০৷ ‘দ্যা ফ্যামিলি অফ ম্যান’ নামে একটি বিখ্যাত চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্ট৷

বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে আয়োজিত এই চিত্র প্রদর্শনী ভরে উঠেছিল মানুষের ছবিতে৷ বিভিন্ন রূপে, বিভিন্ন পরিস্থিতিতে ধরা পড়েছিল মানবজাতি৷ ফুটে উঠেছিল মানুষের আর্তনাদ৷ একইসঙ্গে ছবিগুলি ছিল সহনশীলতা আর ঐক্যের প্রতীক৷ এই প্রদর্শনীতে উপচে পড়েছিল মানুষের ভিড়৷

বিশ্বযুদ্ধের বিপর্যয় অনেকদিন আগেই কাটিয়ে উঠেছে মানুষ৷ আজ এক অন্য বিপর্যের সম্মুখীন মানবজাতি৷ সংকটের মুখে মানুষের অস্তিত্ব৷ বুলেট নয়, ভাইরাসের হানায় স্তব্ধ নাগরিক জীবন৷ করোনার ছোবলে বন্ধ নাভিলগিলর ক্যাফের শাটার৷ টাইম স্কোয়ার যেন ভূতের স্বর্গরাজ্য৷ খাঁ খাঁ করছে লন্ডনের রাস্তা৷ হারিয়ে গিয়েছে সকালের কর্মব্যস্ততা৷ গতি হারিয়েছে প্যারিসের প্লেস দ্য লা কনকোর্ডে৷ নিঃসঙ্গ দাঁড়িয়ে একাকী শহর৷ ইন্দোনেশিয়ার মন্দির, টোকিওর হানেডা বিমানবন্দর, নিউ জার্সির আমেরিকানা ডিনারের এই ছবিগুলিও যেন একাকীত্বের সেই কাহিনীই তুলে ধরছে৷

346f65362f4250defbd3364b46613682

3acc07a6a5055cf2f66a6ea06e33c560

2ac9785183003472e469278ecc909740

84ad48164e80cb9530e635e1310c2cfe

08da7d1b3d875c8aaf790d55284ee130

bc12b648165fd08fb5d63a043c5dc324

6f02d8e2a2e02e94b6b4b8802c8bf699

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *