আমার মৃত্যু হবে ‘রহস্যময় পরিস্থিতিতে’! ইলন মাস্কের টুইট ঘিরে জল্পনা

আমার মৃত্যু হবে ‘রহস্যময় পরিস্থিতিতে’! ইলন মাস্কের টুইট ঘিরে জল্পনা

নিউ ইয়র্ক:  সম্প্রতি টুইটার কিনেছেন তিনি৷ এর পর থেকেই চর্চায় টেসলার সিইও ইলন মাস্ক৷ এবার টুইটে বোমা ফাটালেন তিনি৷ তাঁর জীবন সংশয়ে রয়েছে বলে জানালেন  স্টারলিঙ্কের কর্ণধার৷ সোমবার টুইট করে তিনি বলেন, তাঁর মৃত্যু হবে ‘রহস্যময় পরিস্থিতিতে।’

আরও পড়ুন- ইউক্রেনের স্কুলে রাশিয়ার গোলা বর্ষণ, হত অন্ততপক্ষে ৬০

সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনেছেন ইলন মাস্ক। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৭০২ কোটি ৫২ লক্ষ টাকা। টুইটার কেনার এক সপ্তাহ কাটতে না কাটতেই নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা নিয়ে টুইট করলেন তিনি। ওই টুইটে মাস্ক লিখেছেন, ‘আমার যদি কোনও রহস্যময় পরিস্থিতিতে মৃত্যু হয়! জেনে ভাল লাগছে।’ 

প্রসঙ্গত, এই টুইটটি করার ঠিক এক ঘণ্টা আগে  এক রাশিয়ান আধিকারিকের পোস্ট শেয়ার করেছিলেন ইলন। যে পোস্টে ওই রুশ আধিকারিক লিখেছিলেন, ইউক্রেনে অস্ত্র এবং সেনা পাঠাচ্ছে পেন্টাগন। কিয়েভে এই সেনা এবং অস্ত্র পাঠানোর সঙ্গে জড়িত রয়েছেন ইলন মাস্ক। তিনি আরও লেখেন, ‘আপনি যতই বোকা বানানোর চেষ্টা করুন না কেন, এর জন্য আপনিই দায়ি।’ 

পর পর এই দুটি পোস্ট ঘিরে চড়েছে জল্পনার পারদ৷ প্রশ্ন উঠেছে, তবে কি টেসলা সিইও-কে প্রাণে মারে ফেলার হুমকি দিচ্ছে রাশিয়া? এ ব্যাপারে ইলন স্পষ্ট ভাবে কিছু না জানালেও, এই টুইট দুটি তেমনই ইঙ্গিত দিচ্ছে৷ 

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে উপগ্রহের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা দিয়েছিল মাস্কের সংস্থা স্পেসএক্স স্টারলিঙ্ক। সেই রেশ ধরেই কি রাশিয়া মনে করছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পিছনে রয়েছে টেসলা সিইও-র হাত?