বাংলাদেশ নির্বাচন: ইশ্‌তেহার প্রকাশ শাসক-বিরোধী দলের

ঢাকা: বাংলাদেশে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্বাচনী ইশ্তেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ। ইশ্তেহার প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি-ও। ইশ্তেহার প্রকাশ উপলক্ষে ২০০৯ সাল থেকে আওয়ামি লিগ নেতৃত্বাধীন সরকারের যে কোনও ত্রুটি সম্পর্কে নরম মনভাব নিতেও মানুষের কাছে আবেদন জানান হাসিনা।

বাংলাদেশ নির্বাচন: ইশ্‌তেহার প্রকাশ শাসক-বিরোধী দলের

ঢাকা: বাংলাদেশে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্বাচনী ইশ্‌তেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ। ইশ্‌তেহার প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি-ও। ইশ্‌তেহার প্রকাশ উপলক্ষে ২০০৯ সাল থেকে আওয়ামি লিগ নেতৃত্বাধীন সরকারের যে কোনও ত্রুটি সম্পর্কে নরম মনভাব নিতেও মানুষের কাছে আবেদন জানান হাসিনা। বাংলাদেশের উন্নয়নে ইশ্‌তেহারে ২১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘আমরা বিভেদ, হিংসা, অগ্নিসংযোগ, অবরোধ অথবা অশান্তির রাজনীতি চাই না। অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ চাই। জাতীয়স্তরে সহমত গঠন করতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।’ বলা হয়েছে আওয়ামী লিগ’র ইশ্‌তেহারে। অন্যদিকে দুর্নীতির অভিযোগে কারারুদ্ধ বিএনপি’র শীর্ষ নেত্রী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নির্বাচনী ইশ্‌তেহার প্রকাশ করেন সাধারণ সম্পাদক মীরজা ফাকরুল ইসলাম আলমগীর। তহবিল তছরূপের অভিযোগে খালেদা এখন জেলে। এই মামলায় সাজা ঘোষণা করা হয়েছে বর্তমানে ফেরার খালেদার বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের বিরুদ্ধেও। বিএনপি’র ইশ্‌তেহারে দেশে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ দু’বারের জন্য বেধে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাক্‌স্বাধীনতা বজায় রাখতে ডিজিট্যাল নিরাপত্তা আইন, সরকারি গোপনীয়তা আইন ও বিশেষ ক্ষমতা আইন বাতিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ‘আপনাদের একটি ভোট আমাদের নেত্রী (জিয়া)-কে পুনরুজ্জীবিত করবে,’ লন্ডন থেকে জানিয়েছেন তারেক রহমান। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে নির্বাচন। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবারে ভোটদাতার সংখ্যা প্রায় ১০ কোটি। এরই মাঝে মঙ্গলবার কমিশন দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মীদের মোতায়েন করার নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nine =