লন্ডন: নোবেলজয়ী বিজ্ঞানী স্টিফেন হকিং থেকে শুরু করে অ্যালবার্ট আইনস্টাইনকে এবার টেক্কা দিল ১২ বছরের বাঙালি কিশোকী ঋতিষা বৈদ্যরায়৷ মেনসা টেস্টে বিশ্ববন্দিত দুই পদার্থবিজ্ঞানীর আইকিউকে ছাপিয়ে গিয়েছে বার্মিংহামের এই বাঙালি কন্যা৷ আইকিউ পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১৬২৷ আইনস্টাইন ও হকিংয়ের আইকিউ ছিল ১৬০৷ এই দুই মহাতারকাকে দুই পয়েন্টে হারিয়ে বিশ্বের শ্রেষ্ঠ আইকিউয়ের নজির এখন বাঙালি কন্যার দখলে৷
চিকিৎসক পরিবারে জন্ম বার্মিংহামের বাসিন্দা ঋতিষার৷ বাবা রুদ্রপ্রসাদ বৈদ্যরায় ট্রমা ও অর্থোপেডিক সার্জেন৷ মা মৌমিতা চট্টোপাধ্যায় ত্বক বিশেষজ্ঞ৷ ঘটনাক্রমে রুদ্রপ্রসাদবাবু ও মৌমিতাদেবী দু’জনেই কলকাতার বাসিন্দা৷ কর্মসূত্রে থাকেন ব্রিটেনে৷ সেখানেই জন্ম ঋতিষার৷ বার্মিংহামের বিখ্যাত কিং এডওয়ার্ড সিক্স হাই স্কুল ফর গার্লসের সপ্তম শ্রেণির ছাত্রীর এই কৃতিত্বে চমকে উঠেছে গোটা বিশ্ব৷ ইতিমধ্যেই ঋতিষা স্কুলের প্রবেশিকা পরীক্ষায় ফাউন্ডেশন স্কলারশিপ ও একটি অ্যাকাডেমিক স্কলারশিপ পেয়েছে৷
২০১৬ সালে মাত্র ৯ বয়সে ইউকে ন্যাশনাল জুনিয়র ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে তাক লাগিয়ে দেয় ঋতিষার৷ পুরস্কার হিসেবে পাঁচ হাজার পাউন্ড ও আফ্রিকার একটি স্কুল পরিদর্শনের সুযোগ পায় ঋতিষার৷ ২০১৭-য় বার্মিংহাম গ্রামার স্কুল কনসর্টিয়াম পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বাঙালিকন্যা৷ আজ পর্যন্ত এই পরীক্ষার ইতিহাসে সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্বও অর্জন করেছে ঋতিষার৷