ইউরোপের আটটি দেশে ‘নতুন’ করোনার বাড়বাড়ন্ত! চরম উদ্বেগে WHO

সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

জেনেভা: করোনাভাইরাস গোটা বছরকে দাবিয়ে রেখেছে। ২০২০ সাল সে সবার মুখে যে পরিস্থিতি হয়েছিল তাতে সকলেই হয়তো ভেবেছিল পরের বছর এই ভাইরাস থেকে মুক্তি মিলতে পারে। কিন্তু হঠাৎ আতঙ্ক বাড়িয়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে এখন উদ্বেগ প্রকাশ করছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানা গিয়েছে ইতিমধ্যেই ইউরোপের প্রায় আটটি দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন করোনাভাইরাস। সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার প্রধান হান্স ক্রুশ জানান, নতুন করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ইউরোপের আটটি দেশে। তাই সাধারণ মানুষকে আরো বেশি করে সতর্ক থাকতে হবে এই সময়। মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখা তো বটেই, বাকি যে সমস্ত করোনাভাইরাস নিয়মবিধি আছে তা মেনে চলা অত্যন্ত জরুরী বলে মনে করছেন তিনি। একই সঙ্গে হান্স জানান, গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি ইতিবাচক হোক কি নেতিবাচক, সব বিষয়ে আপডেট দেওয়া হবে। উল্লেখ্য, কিছুদিন আগেই নতুন এই করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়িয়ে পড়েছিল ব্রিটেন থেকে। তারপর থেকেই ধীরে ধীরে বেশ কয়েকটি দেশে এই নতুন করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এর থেকে বাদ যায়নি ভারত তথা কলকাতাও। সম্প্রতি এ দেশেও লন্ডন ফেরত কয়েক জন যাত্রীর মধ্যে করোনাভাইরাস উপসর্গ মিলেছে। মনে করা হচ্ছে এটি নতুন করোনা ভাইরাস সংক্রমণ।

ইতিমধ্যে একাধিক দেশ ব্রিটেনের আন্তর্জাতিক বিমান পরিষেবা আপাতত নিজেদের দেশের জন্য নিষিদ্ধ করেছে। ভারত একই পদক্ষেপ নিয়েছে গত বুধবার থেকে। যদিও এই নতুন করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে আশঙ্কা একেবারেই কমেনি। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই নতুন করোনাভাইরাস অল্প বয়সীদের মধ্যে বেশি সংক্রমণ ঘটাতে পারে, যেটি বর্তমান করোনাভাইরাসের মধ্যে এতটা বেশি পরিমাণে ছিল না। তাই নতুন এই করোনা ভাইরাস সংক্রমণের প্রভাব অন্যরকম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ব্রিটেনের ছাড়াও এই নতুন প্রজাতির করোনা ভাইরাস সংক্রমণ মিলেছে দক্ষিণ আফ্রিকা, ইতালি সহ একাধিক দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fourteen =