পরিবেশ রক্ষায় কম খান, একদিন অন্তর মলত্যাগ করুন: প্রেসিডেন্ট

ব্রাসিলিয়া: পরিবেশ বাঁচাতে এবার নয়া পরামর্শ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর৷ তাঁর দাবি, যদি গোটা বিশ্বে যদি মানুষ কম খায় ও আর একদিন অন্তর মলত্যাগ করে, তাহলে পরিবেশকে দূষণ থেকে রক্ষা করা যাবে৷ তবে, দূষণ রোধে ব্রাজিলের প্রেসিডেন্ট নিজে এই কাজ করে থাকেন কিনা তা অবশ্য তিনি জানাননি৷ আমাজনের নির্বিচারে গাছ কাটা হচ্ছে৷ এই নিয়ে

পরিবেশ রক্ষায় কম খান, একদিন অন্তর মলত্যাগ করুন: প্রেসিডেন্ট

ব্রাসিলিয়া: পরিবেশ বাঁচাতে এবার নয়া পরামর্শ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর৷ তাঁর দাবি, যদি গোটা বিশ্বে যদি মানুষ কম খায় ও আর একদিন অন্তর মলত্যাগ করে, তাহলে পরিবেশকে দূষণ থেকে রক্ষা করা যাবে৷ তবে, দূষণ রোধে ব্রাজিলের প্রেসিডেন্ট নিজে এই কাজ করে থাকেন কিনা তা অবশ্য তিনি জানাননি৷

পরিবেশ রক্ষায় কম খান, একদিন অন্তর মলত্যাগ করুন: প্রেসিডেন্টআমাজনের নির্বিচারে গাছ কাটা হচ্ছে৷ এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রেগে গিয়ে এমনই জবাব দেন রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর৷ ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ জানিয়েছে, গত এক বছরে ২,২৫৪ বর্গকিলোমিটার অরণ্য ধ্বংস করা হয়েছে৷ গোটা পৃথিবীর অর্ধেক অক্সিজেন আমাজন থেকেই উৎপাদিত হয়ে থাকে৷ কিন্তু, সেখানেই চলছে অরণ্য ধ্বংস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 18 =