দুবাই: করোনা রুখতে এবার ‘বিবাহ’ এবং ‘বিবাহ বিচ্ছেদ’ উভয়ই স্থগিত করল দুবাই৷ নতুন করে নির্দেশিকা জারি না হওয়া সৌদির রাজধানীতে বসবে না বিয়ের আসর৷ হবে না কোনও তালাক৷
বুধবার সৌদির বিচার বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিচারবিভাগীয় ওয়েবসাইটে পারিবারিক আদালতের বিচারপতি খালেদ আল-হসনি বলেন, ‘যে সকল দম্পতির ইতিমধ্যেই নিকাহ হয়ে গিয়েছে, তাঁরাও এখন আর অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন না৷ এমনকী নিকট আত্মীয়দের নিয়ে পার্টি করার অনুমতিও দেওয়া হবে না তাঁদের৷
সৌদি আরবে ইতিমধ্যেই করোনা সংক্রমণের সংখ্যা ২,০০০ ছাপিয়ে গিয়েছে৷ মৃত্যু হয়েছে ১২ জনের৷ জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া সাধারণের মানুষের বাড়ির বাইরে পা রাখার অনুমতি নেই৷ বেরতে হলে লাগবে ছাড়পত্র৷ সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে দুবাইয়ের বড় বড় মল, বিলাসবহুল সব রেস্তোরাঁ৷ স্থানীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, দুবাইয়ের পুরষরা এখন পুলিশের কাছে ফোন করে জানতে চাইছেন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করার জন্যও কি অনুমতি লাগবে? প্রসঙ্গত, সৌদি আরবে একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রী রাখার অনুমতি রয়েছে৷ তবে করোনার ধাক্কায় আপাতত ‘কবুল’ বলতে পারবেন না পাত্রপাত্রীরা৷ এমনকী স্থগিত থাকবে ‘তালক’ও৷