‘নকল’ বন্ধুর সঙ্গে খেলায় মত্ত সারমেয়! দেখুন, গভীর বন্ধুত্ব

নিজস্ব প্রতিবেদন: পৃথিবীর সব থেকে মধুর সম্পর্ক হল বন্ধুত্ব৷ এই সম্পর্কে লাগে না কোনও শর্ত, বোঝে না কোনও আসল ও নকলের পার্থক্য৷ সম্প্রতি এমনই এক বন্ধুত্বপূর্ণ ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়৷ যেখানে একটি আসল কুকুরকে খেলতে দেখা গেল একটি পুতুল কুকুরের সঙ্গে৷ নকল হলে হবে কী, বন্ধুকে কাছে পেয়ে সে তো আনন্দে আত্মহারা। ছোট বাচ্চারা

‘নকল’ বন্ধুর সঙ্গে খেলায় মত্ত সারমেয়! দেখুন, গভীর বন্ধুত্ব

নিজস্ব প্রতিবেদন: পৃথিবীর সব থেকে মধুর সম্পর্ক হল বন্ধুত্ব৷ এই সম্পর্কে লাগে না কোনও শর্ত, বোঝে না কোনও আসল ও নকলের পার্থক্য৷ সম্প্রতি এমনই এক বন্ধুত্বপূর্ণ ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়৷ যেখানে একটি আসল কুকুরকে খেলতে দেখা গেল একটি পুতুল কুকুরের সঙ্গে৷

নকল হলে হবে কী, বন্ধুকে কাছে পেয়ে সে তো আনন্দে আত্মহারা। ছোট বাচ্চারা যেমন পছন্দের পুতুল কিংবা পছন্দের খেলনা গাড়িটা কাছে পেয়ে আনন্দে নেচে ওঠে, ঠিক তেমনই পুতুল কুকুরটিকে কাছে পেয়ে আনন্দে লাফিয়ে উঠছে লোমশ কুকুরটি৷ শুধু তাই নয়, মাঝে মধ্যে উল্টে-পাল্টে নেড়েচেড়ে পুতুল কুকুরটিকে দেখেও নিচ্ছে গোল্ডেন রেট্টিভর প্রজাতির আসল কুকুরটি৷

চোখে মুখে রয়েছে অফুরন্ত ভালোলাগার ছাপ৷ মনের আনন্দে দু-একবার ডেকেও উঠছে লোমশ কুকুরটি৷ পুতুল কুকুরের সঙ্গে আসল কুকুরের মনের আনন্দে এই খেলার ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেছে হিউমর অ্যান্ড অ্যানিমলস্‌ নামক একটি পেজ৷ আর পোস্ট হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও৷ আসলে কথায় আছে কুকুরের সবথেকে কাছের বন্ধু হল মানুষ৷

তাই প্রায় প্রতিদিনই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মানুষের সঙ্গে কুকুরের আনন্দ মিশ্রিত খেলা কিংবা খুনশুটির ভিডিও দেখতে পাওয়া যায়৷ কিন্তু নিজের মতো দেখতে এক পুতুলের সঙ্গে আসল কুকুরের খেলার ভিডিও সত্যি বেশ বিরল৷ পোস্ট হওয়া মাত্রই ১ লক্ষের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে ভিডিওটি৷ ইতিমধ্যেই ট্যুইটারে ট্রেন্ড হয়ে গিয়েছে এই ভিডিও৷ পাশাপাশি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্লাটফর্মগুলিতেও৷

সেইসঙ্গে নেটিজেনদের কাছ থেকে উঠে এসেছে বিভিন্ন মতামতও৷ কেউ কেউ বলছেন, ‘নিজের মতো কাউকে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে লোমশ কুকুরটি৷’ কারওর মতে, নিজের পছন্দের বন্ধুর সঙ্গে খেলার ইচ্ছা প্রতিটা প্রাণীর রয়েছে৷ সেই ইচ্ছাই পূরণ করছে বাদামি রঙের লোমশ কুকুরটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =