পৃষ্ঠপোষকতা করবেন না, জাতি সংঘে ডাচ প্রতিনিধিকে কড়া বার্তা ভারতীয় প্রতিনিধির

পৃষ্ঠপোষকতা করবেন না, জাতি সংঘে ডাচ প্রতিনিধিকে কড়া বার্তা ভারতীয় প্রতিনিধির

রাশিয়া- ইউক্রেন প্রসঙ্গে জাতিসংঘে এবার নেদারল্যান্ডসের সঙ্গে সম্মুখ সমরে জড়াল ভারত। সম্প্রতি নেদারল্যান্ডসের  জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ভ্যান অস্টেরম টুইটারে লেখেন, ‘জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে ভারতের বিরত থাকা উচিত নয়। জাতিসংঘের সনদকে তাদের সম্মান জানানো উচিত।’ ডাচ প্রতিনিধির এই টুইটেরই পাল্টা বার্তা দিয়েছেন ভারতের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। এদিন ডাচ প্রতিনিধির টুইটের উত্তরে তিরুমূর্তি বলেন, ‘দয়া করে পৃষ্ঠপোষকতা করবেন না। আমরা জানি আমাদের কি করতে হবে।’

গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযানের নামে যে আগ্রাসন শুরু করেছে রুশ বাহিনী প্রথম থেকেই তার কড়া ভাষায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সমস্ত প্রতিনিধি দেশই ইতিমধ্যেই রাশিয়ার এই পদক্ষেপের নিন্দা করেছেন। সেইসঙ্গে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, পোল্যান্ডের মতো একাধিক রাষ্ট্র ইউক্রেনের সংঘাতের বিরোধিতা করে রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী মনোভাব পোষণ করেছে ভারত। যদিও ভারতের তরফ থেকেও ইউক্রেনের সংঘাতে সাধারণ নাগরিকদের মৃত্যুর নিন্দা করা হয়েছে এবং দ্রুত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে কিন্তু তারপরেও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে দেখা যায়নি ভারতীয় প্রতিনিধিদের। মূলত সেই বিষয়টিকে ইঙ্গিত করেই সম্প্রতি টুইটারে ওই বার্তা দেন নেদারল্যান্ডের প্রতিনিধি। সঙ্গে সঙ্গে ভারতের প্রতিনিধি টি এস তিনমূর্তিও তাঁর পাল্টা জবাব দিয়েছেন।

তবে শুধুই কড়া বার্তা দিয়েই ক্ষান্ত থাকেননি ভারতীয় প্রতিনিধি। এর সঙ্গেই তিরুমূর্তি টুইটারে এদিন প্রকাশ করেন ইউক্রেন-রাশিয়া সংঘাত প্রসঙ্গে ভারতের তরফ থেকে এখনও পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি কি মতামত জাতিসংঘের মঞ্চে পেশ করা হয়েছে। ওই খসড়াতে ইউক্রেনের সাধারণ নাগরিকদের হত্যা থেকে শুরু করে দুই দেশের শান্তি প্রতিষ্ঠার মত একাধিক বার্তারই উল্লেখ রয়েছে। সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে সম্প্রতি যে জাতিসংঘের মুখ্যসচিব রাশিয়া এবং ইউক্রেনের রাজধানী তথা মস্কো এবং কিয়েভ পরিদর্শন করেছেন তার পূর্ণ সমর্থন করছে ভারত। এর সঙ্গেই ভারত বুচা হত্যাকাণ্ডের একটি স্বাধীন তদন্ত দাবি জানিয়ে যুদ্ধবিধ্বস্ত এই দুই দেশ তথা সমগ্র বিশ্ব বাজারে খাদ্যদ্রব্যের যে সংকট দেখা দিতে পারে সেই আশঙ্কাও প্রকাশ করেছে। এছাড়াও এই যুদ্ধ সংক্রান্ত মানবাধিকার ভিত্তিক একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই জাতিসংঘের মঞ্চে আলোকপাত করার চেষ্টা করেছেন ভারতীয় প্রতিনিধি।

এর সঙ্গেই জানা যাচ্ছে গত ২ মে জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা পুনঃনিশ্চিত করার জন্য একটি ভোটাভুটি হয়েছে এবং সেখানেও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের জন্য কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। গত সোমবারের এই ভোটাভুটিতেও অংশ নেয়নি ভারত। ভারতসহ মোট ৩৪ টি দেশ এই প্রস্তাব থেকে বিরত থেকেছে, অন্যদিকে ১৪১ টি ভোট পড়েছে এই প্রস্তাবের পক্ষে এবং পাঁচটি রাষ্ট্র এর বিপক্ষে ভোট দিয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =