ঝুঁকি নিয়ে নয়, রুশ সীমান্ত দিয়ে দেশে ফিরতে চাওয়া পড়ুয়াদের বলল নয়াদিল্লি

ঝুঁকি নিয়ে নয়, রুশ সীমান্ত দিয়ে দেশে ফিরতে চাওয়া পড়ুয়াদের বলল নয়াদিল্লি

441b8388311df9c759a21619c3bcb5ca

নয়াদিল্লি: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ধাপে ধাপে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় পড়ুয়াদের৷ কিন্তু এখনও সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ হোস্টেলের ঘরে বন্দি রয়েছেন ইউক্রেনের সুমি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫০ জন ভারতীয় পড়ুয়া।  

আরও পড়ুন- আমুলের পর দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, কোন কোন শহরে বাড়ছে দাম?

বাইরে একের পর এক বিস্ফোরণ৷ কিছুক্ষণ বাদে বাদেই কেঁপে উঠছে হস্টেলের পুরনো বিল্ডিং৷ টানা দশ দিন এই ভাবেই আটকে রয়েছেন তাঁরা৷ খাবার নেই৷ জল আছে৷ তবে তা বরফ গলা৷ সেটাও দিন প্রতি ১ জনের জন্য বরাদ্দ৷ সেখান থেকে এখনও তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেনি কেউ৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা৷ এই অবস্থায় ৫০ কিলোমিার পথ হেঁটে তাঁরা রুশ সীমান্তে আসার কথা জানাতেই, তাঁদের বাইরে বেরতে নিষেধ করল ভারত সরকার৷ সেই পরামর্শ মেনে আপাতত হস্টেলেই বন্দি রয়েছেন ওই পড়ুয়ারা৷ কিন্তু এ ভাবে আর কতক্ষণ? প্রশ্ন পড়ুয়াদের৷ 

শনিবার সকালে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে ওই পড়ুয়ারা নিজেদের পরিস্থিতির কথা তুলে ধরেন৷ তাঁদের দাবি, তাঁরা সকলেই সুমি বিশ্ববিদ্যালয়ের ডাক্তারির পড়ুয়া৷ ওই ভিডিয়োতে এক তরুণীর বক্তব্য ছিল,  রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ১০ দিন ধরে তাঁরা অপেক্ষা করে রয়েছেন৷ হস্টেলে থাকলেও যখন তখন প্রাণ যেতে পারে। রাস্তাতে বেরলেও দুর্ঘটনা ঘটে পারে। তাই দ্বিতীয় বিকল্পই বেছে নিচ্ছেন তাঁরা। তবে পথে তাঁদের কোনও অঘটন ঘটলে দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার এবং ইউক্রেনের ভারতীয় দূতাবাস। জানা গিয়েছে, সেফ করিডর করে তাঁদের বার করে আনার চেষ্টা করা হচ্ছে।