ভারতের পথে হেঁটে এবার আমেরিকায় নিষিদ্ধ হতে চলেছে টিকটক

ভারতের পথে হেঁটে এবার আমেরিকায় নিষিদ্ধ হতে চলেছে টিকটক

ওয়াশিংটন: ভারতের পথে হেঁটে এবার আমেরিকাতেও নিষিদ্ধ হতে চলেছে চিনা অ্যাপ টিকটক৷ শুক্রবার এ কথা ঘোষণা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই অ্যাপের মাধ্যমে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য চিনের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ৷ এমনকী টিকটক অ্যাপকে হাতিয়ার করে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনেও চিন হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলেও দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা৷

ভারতের মতো আমেরিকাতেও বেশ জনপ্রিয় টিকটক৷ কিন্তু এই অ্যাপ ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন মার্কিন প্রশাসন এবং রাজনীতিবিদদের একাংশ৷ অভিযোগ, এই অ্যাপকে হাতিয়ার করেই আমেরিকায় নজরদারি চালাচ্ছে চিন৷ যদিও চিন প্রশাসনের সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করেছে এই ভিডিও প্ল্যাটফর্মটি৷ বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠার পর শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘‘আমরা আমেরিকায় টিকটক নিষিদ্ধ করতে চলেছি।’’

শুক্রবার আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রথমে বলা হয়েছিল, নিষিদ্ধ করার পরিবর্তে হয়তো মূল চিনা সংস্থা বাইটড্যান্স থেকে টিকটককে আলাদা হওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে৷ কিন্তু পরে সেই সম্ভাবনা খারিজ করে দেন ট্রাম্প৷ তিনি সাংবাদিকদের জানান, ‘‘আমেরিকায় টিকটক নিষিদ্ধ করতে চলেছি আমরা৷’’ তিনি আরও বলেন, টিকটক নিষিদ্ধ করতে প্রয়োজনে শনিবারই জরুরি অর্থনৈতিক ক্ষমতাও প্রয়োগ করা হবে৷ এই বিষয়ে আমেরিকার কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট (সিএফআইইউএস)- এর পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প৷ 

এদিকে টিকটকের তরফে বলা হয়, ‘‘আমরা রাজনৈতিক নই, আমরা কোনও রাজনৈতিক বিজ্ঞাপন গ্রহণ করি না, আমাদের কোনও রাজনৈতিক অ্যাজেন্ডাও নেই৷ আমাদের একটাই উদ্দেশ্য হল সকলকে প্রাণবন্ত রাখা৷’’  

অন্যদিকে, শোনা যাচ্ছে চিনা সংস্থা বাইটডান্সের কাছ থেকে আমেরিকায় টিকটকের মালিকানা কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। তাঁরা নাকি টিকটিক কর্তৃপক্ষের কাছে কয়েক হাজার কোটি টাকায় অ্যাপটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *