৭ সন্তানের মাকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ প্রস্তাব ট্রাম্পের, তুঙ্গে বিতর্ক

৭ সন্তানের মাকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ প্রস্তাব ট্রাম্পের, তুঙ্গে বিতর্ক

6c64e5afcc9ba8a1f2fc4aabc2db097e

ওয়াশিংটন: নজরে আমেরিকায় ভোট৷ সিংহাসন দখলে রাখতে রাতদিন এক করে লড়াই চালিয়ে যাচ্ছেন ট্রাম্প৷ একদিকে বেপরোয়া করোনা অন্যদিকে বর্ণবিদ্বেষের আগুন৷ টালমাটাল ট্রাম্প সিংহাসন৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে ভোটের একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার সেই প্রত্যাশামতোই সুপ্রিম কোর্টের বিচারপতি পদে অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করলেন প্রেসিডেন্ট৷

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ব্যারেটের মনোনয়ন দেওয়ার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট৷ জানান, দেশের অন্যতম সেরা মেধাবী আইনজ্ঞকে এবার মনোনীত করা হচ্ছে৷ এই ঘোষণা করতে পেরে তিনি সম্মানিত বলেও জানান ট্রাম্প৷ একজন মহিলা হিসেবে তাঁর কৃতিত্বকেও তুলে ধরার চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট৷ সংবিধানের প্রতি তাঁরা আনুগত্য দেশকে সঠিক পথ দেখা বলেও জানিয়েছেন তিনি৷  ট্রাম্পের ঘোষণার সময় স্বামী-সহ ৭ সন্তানকে নিয়ে রোজ গার্ডেনে উপস্থিত ছিলেন ব্যারেট৷

জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মৃত্যু হয় সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ ব্যাডার গিনসবার্গের৷ তাঁর পদে কে আসবেন, তা নিয়ে শুরু হয় চর্চা৷ কিন্তু, তার মাধ্যে রাজনৈতিক তরজা শুরু হয় ট্রাম্প-বিডেনের মধ্যে৷ শনিবার ব্যারেটের মনোনয়ন ঘোষণা ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক৷

ভোটের আগে ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন সেনেটের দ্বারস্থ হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেন৷ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত এই মনোনয়ন যাতে কোনও ভাবেই কার্যকর না হয়, তা আর্জিও জানানো হয়েছে৷ তাঁদের দাবি, ওবামা আমলের স্বাস্থ্যবিমা বিরোধী ব্যারেট ওই ব্যবস্থা তুলে দিতে চাইবেন৷ আর সেই পথে পা বাড়িয়ে বিচারপতি পদে ট্রাম্পের এই নিয়োগ সুপারিশ৷ ভোটের মুখে গর্ভপাত বিরোধী, বন্দুক নীতির পক্ষে থাকা ব্যারেটের মনোনয়ন নিয়ে সরব হয়েছেন ডেমোক্র্যাটরা৷ অন্যদিকে, রিপাবলিক পার্টির নেতারা জানিয়েছেন, এই মনোনয়নে তাদের সম্মতি রয়েছে৷ অ্যামি বিচারপতি নির্বাচিত হলে সুপ্রিম কোর্টে ট্রাম্পের প্রভাব অনেকটাই বাড়বে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *