নির্বাচনী প্রচারে উদ্দাম নাচ ডোনাল্ড ট্রাম্পের, মুহূর্তেই ভাইরাল ভিডিও

নির্বাচনী প্রচারে উদ্দাম নাচ ডোনাল্ড ট্রাম্পের, মুহূর্তেই ভাইরাল ভিডিও

ওয়াশিংটন: সম্প্রতি করোনার যুদ্ধ জয় করে সুস্থ হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার সেই মার্কিন প্রেসিডেন্টকে দেখা দেল প্রকাশ্যে সমাবেশে গানের তালে তালে কোমর দোলাতে৷ গানের সঙ্গে রীতিমত নাচতে দেখা গেল ট্রাম্পকে৷ তাঁর নাচের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই মূহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ তাঁর নাচের সেই ভিডিও রিট্যুইট করতে থাকে কোটি কোটি নেটিজেনরা৷ অনেকেই রীতিমত মজা করতে শুরু করে প্রেসিডেন্টের এই নাচ দেখে৷ প্রসঙ্গত বছর চারেক আগে হোয়াইট হাউজে নাচ করতে দেখা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে৷ সেটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ তবে এবার ওই একই অবতারে দেখা গেল ট্রাম্পকে৷ তবে তা প্রকাশ্য জনসমাবেশে৷

কিছুদিন আগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এরপরেই এই নির্বাচনী জন সমাবেশের আয়োজন করা হয়৷ সেখানেই যান ট্রাম্প৷ তবে গোটা সমাবেশে তাঁর মুখে ছিল না মাস্ক৷ ছিল না গ্লাভস পড়ার কোনও বালাই৷ একইসঙ্গে নেটিজেনরা প্রশ্ন তুলেছে, করোনার জেরে যেখানে ২ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায় সেখানে এই পরিস্থিতিতে কীভাবে জন সমাবেশের আয়োজন করতে পারেন ট্রাম্প৷ একইসঙ্গে এই সমাবেশে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিল না কোনওধরণের সামাজিক দুরত্ব৷ এমনকী মাস্কও পড়তে দেখা যায়নি তাদের৷

 

 

নিজের বক্তৃতার পর নতুন গান ‘ভিলেজ পিপল’ এর তালে তালে কোমর দোলাতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে৷ একইসঙ্গে হাততালিও দিতে থাকেন তিনি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের আর তিন সপ্তাহ বাকী৷ তার আগে জি জান লড়িয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ লক্ষ্য একটাই, নির্বাচনে বিরোধীদের হারিয়ে জিততে হবে ফের৷ ট্রাম্পের করোনা নেগেটিভ পরীক্ষা দিয়ে সঠিকভাবে কোনও তথ্য দেয়নি হোয়াইট হাউজ৷ তবে শনিবার থেকেই রীতিমত নির্বাচনী প্রচারে লেগে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − one =