মধ্য ইউক্রেনের ডিনিপ্রোর সেনা ঘাঁটিতে রুশ হামলা, হত ১০

মধ্য ইউক্রেনের ডিনিপ্রোর সেনা ঘাঁটিতে রুশ হামলা, হত ১০

কিয়েভ: শুক্রবার ফের মধ্য ইউক্রেনের শহর ডিনিপ্রোতে জোরালো হামলা চালাল রাশিয়া। জানা যাচ্ছে শুক্রবার ভোর থেকেই মধ্যে ইউক্রেনের এই শহর কেঁপে উঠেছে রুশ বাহিনীর ছোঁড়া গোলাগুলি এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে। স্থানীয় কর্মকর্তাদের খবর অনুযায়ী, ইতিমধ্যেই এই রুশ হামলায় অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। নিহত এবং আহতদের মধ্যে অধিকাংশই এলাকার সাধারন বেসামরিক বাসিন্দা বলে প্রশাসন সূত্রে খবর।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাত। ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানীসহ একাধিক শহর রুশ মামলায় ধ্বংসপুরীতে রূপান্তরিত হলেও ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে পুতিন সেনাদের। আর তাই যত যুদ্ধের দিন এগিয়েছে ততই এক এক করে রুশ বাহিনীর দখল করা শহর-গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। এইভাবে প্রায় তিন মাস ধরে যুদ্ধ চলার পর ফের কিছুটা কোণঠাসা জেলেনস্কির সেনারা। শুক্রবার মধ্য ইউক্রেনের শহর ডিনিপ্রো ছাড়াও আরও বিভিন্ন জায়গা থেকে রাশিয়ার হামলার খবর মিলছে। শুক্রবার সকালেই ন্যাশনাল গার্ডের আঞ্চলিক প্রধান স্থানীয় একটি ইউক্রেনীয় মিডিয়াকে জানিয়েছেন যে, শুক্রবার ভোররাতে একটি জাতীয় রক্ষী প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।  তবে এই ঘটনা প্রসঙ্গে ওই শহরের গভর্নর জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলা ইতিমধ্যেই ওই শহরের বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং সেইসব ধ্বংসস্তূপের নিচে প্রচুর লোক আটকে রয়েছে বলে খবর।

 অন্যদিকে পূর্ব ইউক্রেনের ডিনিপ্রো ছাড়াও জানা যাচ্ছে ইউক্রেনের দোনবাসেও শুক্রবার সকাল থেকে ব্যাপক আক্রমণ চালাচ্ছে রাশিয়া। প্রসঙ্গত দোনবাসও ইউক্রেনের পূর্বে অবস্থিত এবং এই মুহূর্তে দোনবাস অঞ্চলের দুটি শহরকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য একের পর এক জোরালো হামলা চালাচ্ছে পুতিন বাহিনী।

 আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দোনবাসের অর্ধেক এলাকাই ইউক্রেনের সরকারবিরোধী  লুহান্সকের অন্তর্গত। সেক্ষেত্রে রাশিয়া যদি বাকি জায়গাগুলি দখল করে তাহলেই দোনবাস রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। অন্যদিকে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর দোনবাস যদি একবার রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে তাহলেই যুদ্ধে বিজয়ী ঘোষণা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি ইতিমধ্যেই একটি বিবৃতিতে জানিয়েছেন যে, দোনবাসে যথেষ্ট বিপাকে রয়েছেন ইউক্রেনীয় বাহিনীর আধিকারিকরা। তাঁর কথায়, দোনবাস অঞ্চলে একজন ইউক্রেনীয় সেনার বিপরীতে অন্তত সাতজন করে রুশ সেনা রয়েছে। তবে এখনও দোনবাসের দুটি মূল শহরে যাওয়ার প্রধান রাস্তাটি ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে। আর সেই রাস্তার দখল নিতে ক্রমাগত হামলা চালাচ্ছে পুতিন সেনা। জানা গিয়েছে, গত তিন সপ্তাহের বেশি সময় ধরে ওই এলাকায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী এবং ইতিমধ্যেই দেড় হাজারেরও বেশি অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই শহরে ৬০ শতাংশই সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + ten =