লকডাউনের মধ্যেই খুলে গেলে ‘ফ্রি সবজি বাজার’! লাফিয়ে বাড়ছে চাহিদা

লকডাউনের মধ্যেই খুলে গেলে ‘ফ্রি সবজি বাজার’! লাফিয়ে বাড়ছে চাহিদা

ঢাকা: করোনা পরিস্থিতিতে সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে, সাধারণ মানুষ জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। কিন্তু টানা বেশ কিছুদিন ধরেই বাড়ির বাইরে বেরতে পারছেন না মানুষ। নেই কাজ। তার ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারির অভিযোগও উঠেছে বিক্ষিপ্তভাবে। পাশাপাশি আমজনতার এই দুর্দিনে এগিয়েও এসেছেন অনেক মানুষ। বাংলাদেশেও দেখা গেছে এমন দৃশ্য। চট্টগ্রামের রাস্তায় বসেছে 'ফ্রি' সবজি বাজার। স্যানিটাইজ করা ছাড়াও বাড়ি বাড়ি পৌঁছে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচিও চোখে পড়েছে সেখানে। এই কর্মসূচির নেপথ্যে রয়েছেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চু।

গত সোমবার চট্টগ্রামের নানা এলাকায় বিনামূল্যে সবজি বিলি করার ছবি চোখে পড়েছে জনসাধারণের। ছৈয়দ শাহ রোড, রসুলবাগ আবাসিক, ডিসি রোড প্রভৃতি এলাকায় দেখা গেছে সবজিভর্তি ভ্যান। পাড়ায় পাড়ায় পৌঁছে বিনামূল্যে সরবরাহ করেছে ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চুর নেতৃত্বাধীন দল। লকডাউনের জেরে কর্মহীন মানুষ সরকারি ও বেসরকারিভাবে সাহায্য পাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই চাল, ডাল, তেল সরবরাহ করা হচ্ছে। তাই সবজি বিলির অভিনব উদ্যোগ নিয়েছে তারা। প্রধান উদ্যোক্তা আরশাদুল আলম বাচ্চু বলেন, 'রোজ প্রায় ৫ কুইন্টাল সবজি বিতরণ করছি আমরা। সবজিভর্তি পাঁচটি ভ্যান বিভিন্ন এলাকায় গিয়ে পৌঁছে দিচ্ছে বাড়িতে বাড়িতে। খাদ্য সঙ্কটে পড়া পরিবারগুলি বিনামূল্যে পাচ্ছে সবজি।'

গত রবিবার থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি। এছাড়াও ঘুরে ঘুরে এলাকা জীবাণুমুক্ত করার উদ্যোগও নিয়েছে তারা। বিলি করা হচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার। মানবকল্যাণমূলক এহেন কাজ এর আগেও তারা করেছে। উদ্যোক্তা বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে যুক্ত আছি বহু সময় ধরে। তাঁরই আদর্শে বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *