কলকাতা: জুরাসিক পার্ক ছবিটি কে না দেখেছেন। ডাইনোসর নিয়ে মানুষের কৌতূহল সেই তখন থেকেই। এই প্রাণী নিয়ে কম সিনেমাও হয়নি, আবার কম চর্চাও, কিন্তু সত্যিকারের ডাইনোসর কি আছে? এই প্রশ্ন এতদিন পর্যন্ত প্রশ্নই থেকে গিয়েছে, উত্তর মেলেনি। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চক্ষুচড়কগাছ সকলের। সত্যি সত্যিই ‘ডাইনোসর’ দেখা যাচ্ছে ভিডিওতে! এও কি সম্ভব, প্রশ্ন তুলছে নেটাগরিকরা।
আরও পড়ুন: হাজার পার সিলিন্ডার! দামের গরমে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত
আসলে বুইটেৎঞ্জিবিডেন নামে একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও, তাতে দেখা যাচ্ছে ‘ডাইনোসর’-এর মতো কিছু প্রাণী একসঙ্গে দৌড়াদৌড়ি করছে। তাদের সকলের লম্বা গলা, একেবারে যেন ডাইনোসরের বাচ্চা। ১৪ সেকেন্ডের এই ভিডিয়োটির ভিউ ইতিমধ্যেই ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রচুর মানুষ কমেন্ট করতে শুরু করেছেন। তবে সন্দেহ রয়েছেই যে এটি আদতে ‘ডাইনোসর’ কিনা। কেউ কেউ সেই জুরাসিক আমল সত্যি ভেবে নিলেও কেউ কেউ বলছেন এই প্রাণী আসলে হল ‘কোয়াটিস’। মেক্সিকো এবং দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের কোথাও কোথাও আকছার দেখতে পাওয়া যায় এটি।
This took me a few seconds.. 😅 pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022
নেটিজেনদের একাংশের দাবি, ‘কোয়াটিস’ প্রসিওনিডি প্রজাতিভুক্ত স্তন্যপায়ী প্রাণী। একটি প্রাপ্তবয়স্ক কোয়াটিসের দেহের আকার মোটামুটি ৩৩ থেকে ৬৯ সেন্টিমিটার, বড়সড় বিড়ালের মতো। আবার ভালুকের মতো পাঞ্জাও থাকে এদের। দূর থেকে অনেকটাই ডাইনোসরের মতো লাগলেও আসলে তারা এই প্রজাতির নয়।