ঢাকা পুলিশে করোনা থাবা, আক্রান্ত ৭৩ পুলিশকর্মী

ঢাকা পুলিশে করোনা থাবা, আক্রান্ত ৭৩ পুলিশকর্মী

ঢাকা: করোনা ভাইরাসে বাংলাদেশের পুলিশের আক্রান্ত হওয়ার সংখ্যা চোখে পড়ার মতো৷ ঢাকা মহানগর পুলিশ বিভাগের মোট ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷ আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন এডিসি, তিনজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই, তিনজন সাধারণ সদস্য ও বাকিরা কনস্টেবল।

দেশে লকডাউন নিশ্চিত করার জন্য পুলিশ অবিরাম কাজ করছে৷ শুধু দেশের নাগরিকদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখতে সাহায্য করছে তা নয়, আর্ত মানুষকে সাহায্য করা, টহল দেওয়ার মতো নানা কাজ করছে৷ এরফলে নানা মানুষের সংস্পর্শে আসছেন তাঁরা৷ সেখান থেকেই  পুলিশকর্মীরা করোনা আক্রান্ত হচ্ছেন বলে মনে করা হচ্ছে৷ বাংলাদেশে ঝড়ের গতিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে৷  গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৪৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে বলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে৷

বাংলাদেশে করোনায় মোট ৩,৩৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ১১০ জনের করোনায় মৃত্যু হয়েছে৷ ৮৭ জন করোনায় সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুই জন করোনায় সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে৷  স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায় বাংলাদেশে৷ ১৮ মার্চ প্রথম বাংলাদেশে করোনায় মারা যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *