সতর্কতা সত্ত্বেও বাংলায় নাশকতা আইএসের

নয়াদিল্লি: কয়েকদিন আগেই বাংলায় পোস্টার দিয়েছিল আইএস, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’ সতর্কতা জারি হয়েছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। বাড়ানো হয় নিরাপত্তাও। তাসত্ত্বেও সোমবার রাতে ঠেকানো গেল না আইএস হামলা। সোমবার রাতে ঢাকার গুলিস্তান এলাকায় হামলা চালালো জঙ্গি সংগঠন আইএস। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন পুলিশ অফিসার। মঙ্গলবার টু্ইটারে আইএসের দাবি সম্বলিত একটি স্ক্রিনশট দেন আইএস বিশেষজ্ঞ রিটা

1513c09b4e64cc1d2cb63f8dc24c9bf3

সতর্কতা সত্ত্বেও বাংলায় নাশকতা আইএসের

নয়াদিল্লি: কয়েকদিন আগেই বাংলায় পোস্টার দিয়েছিল আইএস, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’ সতর্কতা জারি হয়েছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। বাড়ানো হয় নিরাপত্তাও। তাসত্ত্বেও সোমবার রাতে ঠেকানো গেল না আইএস হামলা।

সোমবার রাতে ঢাকার গুলিস্তান এলাকায় হামলা চালালো জঙ্গি সংগঠন আইএস। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন পুলিশ অফিসার। মঙ্গলবার টু্ইটারে আইএসের দাবি সম্বলিত একটি স্ক্রিনশট দেন আইএস বিশেষজ্ঞ রিটা কাটজ। আরবি ভাষায় তাতে লেখা রয়েছে, ‘ঢাকার গুলিস্তানে মুরতাদ বাহিনীর ওপর এ হামলা চালানো হয়। সোমবার রাত ৮ টা নাগাদ বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে পুলিশের একটি কিয়স্ক লক্ষ্য করে বোমা ছোঁড়ে আইএস সন্ত্রাসবাদীরা।

ঘটনায় আহত হন, ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, মহম্মদ লিটন এবং কমিউনিটি পুলিশ মহম্মদ আশিক। গুরুতর জখম অবস্থায় তাঁদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় রাজারবাগ হাসপাতালে। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের। ঢাকা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (এডিসি) শিবলি নোমান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, র‍্যাব ও সিআইডি। আইএস এই হামলার দায় স্বীকার করায় আরও চিন্তা বেড়েছে বাংলাদেশ প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *