বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে ডেল্টা প্রজাতি, শক্তি বাড়িয়ে হয়ে উঠছে আরও সংক্রমক, সর্কত করল WHO

বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে ডেল্টা প্রজাতি, শক্তি বাড়িয়ে হয়ে উঠছে আরও সংক্রমক, সর্কত করল WHO

ef927d628a5c3373e301f258511ead3a

নিউ ইয়র্ক:  করোনার দ্বিতীয় ঢেউ থেকে এখনও সম্পূর্ণ নিস্তার মেলেনি৷ এরই মধ্যে ঘাড়ের উপর যেন নিঃশ্বাস ফেলছে তৃতীয় ঢেউ৷ ডেল্টা প্রজাতির তাণ্ডব দেখেছে দেশের মানুষ৷ কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হয়ে আসছে ডেল্টা প্লাস প্রজাতি৷ যার সংক্রমণের ক্ষমতা আরও অনেক বেশি ও প্রভাবশালী৷ সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ 

আরও পড়ুন- করোনায় আক্রান্তদের নির্জন দ্বীপে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প!

করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতির দেখা মিলেছে দেশের ৮৫টি দেশে৷ আরও বিভিন্ন জায়গায় মিলছে খোঁজ৷ মঙ্গলবার করোনার সাপ্তাহিক রিপোর্টে হু জানিয়েছে, এখনও পর্যন্ত বিশ্বের ১৭০টি দেশে আলফা প্রজাতির দেখা মিলেছে৷ ১১৯টি দেশে রয়েছে বিটা প্রজাতি, ৭১টি দেশে রয়েছে গামা ও ৮৫টি দেশে ছড়িয়ে রয়েছে করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি৷ এর মধ্যে গত দুই সপ্তাহে ১১টি দেশ থেকে ডেল্টা প্রজাতির ভাইরাসের উপস্থিতির খবর মিলেছে৷ 

হু আরও জানিয়েছে, বর্তমানে আলফা, বিটা, গামা এবং ডেল্টা, এই করোনা ভাইরাসের এই চারটি প্রজাতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে৷ সমস্ত হু রিজিয়নেই এই চার প্রজাতির ভাইরাস রয়েছে৷ তবে আলফা প্রজাতির চেয়ে অনেক বেশে সংক্রামক ডেল্টা৷ এই প্রবণতা অব্যাহত থাকলে এটি আরও প্রভাবশালী হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ডেল্টা থেকেই ভাইরাস রূপ বদলে তৈরি হয়েছে ডেল্টা প্লাস৷ 

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে অপরিণত শিশু

গত কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ভারতে৷ দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ লক্ষ ৪১ হাজার ৯৭৬ এ পৌঁছে গিয়েছে৷ সেই তুলনায় গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ হ্রাস পেয়েছে৷ অন্যদিকে মৃত্যুর হারও সবচেয়ে বেশি ভারতে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *