নিউ ইয়র্ক: করোনার দ্বিতীয় ঢেউ থেকে এখনও সম্পূর্ণ নিস্তার মেলেনি৷ এরই মধ্যে ঘাড়ের উপর যেন নিঃশ্বাস ফেলছে তৃতীয় ঢেউ৷ ডেল্টা প্রজাতির তাণ্ডব দেখেছে দেশের মানুষ৷ কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হয়ে আসছে ডেল্টা প্লাস প্রজাতি৷ যার সংক্রমণের ক্ষমতা আরও অনেক বেশি ও প্রভাবশালী৷ সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷
আরও পড়ুন- করোনায় আক্রান্তদের নির্জন দ্বীপে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প!
করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতির দেখা মিলেছে দেশের ৮৫টি দেশে৷ আরও বিভিন্ন জায়গায় মিলছে খোঁজ৷ মঙ্গলবার করোনার সাপ্তাহিক রিপোর্টে হু জানিয়েছে, এখনও পর্যন্ত বিশ্বের ১৭০টি দেশে আলফা প্রজাতির দেখা মিলেছে৷ ১১৯টি দেশে রয়েছে বিটা প্রজাতি, ৭১টি দেশে রয়েছে গামা ও ৮৫টি দেশে ছড়িয়ে রয়েছে করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি৷ এর মধ্যে গত দুই সপ্তাহে ১১টি দেশ থেকে ডেল্টা প্রজাতির ভাইরাসের উপস্থিতির খবর মিলেছে৷
হু আরও জানিয়েছে, বর্তমানে আলফা, বিটা, গামা এবং ডেল্টা, এই করোনা ভাইরাসের এই চারটি প্রজাতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে৷ সমস্ত হু রিজিয়নেই এই চার প্রজাতির ভাইরাস রয়েছে৷ তবে আলফা প্রজাতির চেয়ে অনেক বেশে সংক্রামক ডেল্টা৷ এই প্রবণতা অব্যাহত থাকলে এটি আরও প্রভাবশালী হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ডেল্টা থেকেই ভাইরাস রূপ বদলে তৈরি হয়েছে ডেল্টা প্লাস৷
আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে অপরিণত শিশু
গত কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ভারতে৷ দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ লক্ষ ৪১ হাজার ৯৭৬ এ পৌঁছে গিয়েছে৷ সেই তুলনায় গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ হ্রাস পেয়েছে৷ অন্যদিকে মৃত্যুর হারও সবচেয়ে বেশি ভারতে৷