বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৭০ জনের, নিখোঁগ ৫০

ঢাকার চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে বিধ্বংসী আগুনে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আইজি জাবেদ পাটোয়ারি সকাল জানিয়েচেন, ৭০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৫০ জন৷ মৃতের সংস্থা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ উদ্ধারের কাজ শেষ না হওয়া পর্যন্ত লাশের সংখ্যা জানা যাবে না বলছে

বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৭০ জনের, নিখোঁগ ৫০

ঢাকার চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে বিধ্বংসী আগুনে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আইজি জাবেদ পাটোয়ারি সকাল জানিয়েচেন, ৭০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৫০ জন৷ মৃতের সংস্থা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

উদ্ধারের কাজ শেষ না হওয়া পর্যন্ত লাশের সংখ্যা জানা যাবে না বলছে দমকল কর্তৃপক্ষ। বুধবার রাতে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। পাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজ্জাক ভবনের একতলায় রাসায়নিক দ্রব্যের কারখানা ছিল। দমকলের ৩৭টি ইঞ্জিন রাত ৩টেয় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সকাল আটটা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তিনটি হেলিকপ্টার দিয়ে ওপর থেকে জল দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ৪০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে অগ্নিদগ্ধ ৯ জন রয়েছেন বার্ন ইউনিটে। সেখানে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 15 =