এই সুন্দরী সমুদ্রেই অপেক্ষা করছে মৃত্যু! কেন জানেন?

স্পেন : বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল নীলাভ জলরাশিপূর্ণ সমুদ্রতটের অপূর্ব ছবি৷ স্পেনে অবস্থিত এই মনমোহিনী সমুদ্রতটের নাম মন্তে নেমে৷ এর অদ্ভুত নীলাভ রূপের যাদুতে আপ্লুত নেটিজেনরা৷ কিন্তু স্পেনের এই সৈকতের সৌন্দর্যের আড়ালে আছে ভয়ানক বিষ৷ সেই জলে সাঁতার কাটতে নেমেই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন৷ স্থানীয় পরিবেশবিদের মতে, ওই অঞ্চলে জলে নীলাভ সৌন্দর্যের

এই সুন্দরী সমুদ্রেই অপেক্ষা করছে মৃত্যু! কেন জানেন?

স্পেন : বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল নীলাভ জলরাশিপূর্ণ সমুদ্রতটের অপূর্ব ছবি৷  স্পেনে অবস্থিত এই মনমোহিনী সমুদ্রতটের নাম মন্তে নেমে৷ এর অদ্ভুত নীলাভ রূপের যাদুতে আপ্লুত নেটিজেনরা৷

কিন্তু স্পেনের এই সৈকতের সৌন্দর্যের আড়ালে আছে ভয়ানক বিষ৷ সেই জলে সাঁতার কাটতে নেমেই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন৷ স্থানীয় পরিবেশবিদের মতে, ওই অঞ্চলে জলে নীলাভ সৌন্দর্যের কারণ বিষাক্ত বর্জ্য পদার্থ ও তেজস্ক্রীয়ের উপস্থিতি৷ সেই কারণেই এখানে স্নান করতে নেমে বিপদে পড়েন বহু পর্যকট৷ স্পেনেই এই সেকতকে রাশিয়ার বিষাক্ত চেরনোবিলের সঙ্গে তুলনা করা হয়৷ আর অনেকেই এই সৈকতের সৌন্দর্যের পিছনের গূঢ় সত্যি সম্পর্কে অজ্ঞাত৷ গত মাসেই এই জলে স্নান করে স্পেনে ঘুরতে আসা একাধিক মানুষ ভুগছে কঠিন চর্মরোগে, কারও কারও পেটের সমস্যাও দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =