১৩ জেলায় ক্ষতির আশঙ্কা! বাংলাদেশে বন্ধ হল বিমান পরিষেবা

১৩ জেলায় ক্ষতির আশঙ্কা! বাংলাদেশে বন্ধ হল বিমান পরিষেবা

ঢাকা: বাংলাদেশ উপকুলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। বঙ্গেও ভালোই প্রভাব পড়বে বলে আভাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সবথেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা পড়শি দেশেই। তাই অনেক আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছে বাংলাদেশ প্রশাসন। এবার ঝড়ের ক্ষতির আশঙ্কায় সে দেশে বন্ধ হয়ে গেল বিমান চলাচল। আশঙ্কা করা হচ্ছে, ১৩ জেলায় ক্ষয়ক্ষতি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিমি।

আরও পড়ুন- আরও কাছে সিত্রাং! বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ ৭ জেলা, জারি কমলা সতর্কতা

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ভোরে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় প্রায় ৩১ কিমি বেগে এগোচ্ছে সেটি। কিন্তু তার আগে ২৪ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ সন্ধ্যের পর হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি হবে৷ হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার৷ এছাড়াও উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি৷

এদিকে বাংলাদেশেও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকা সহ একাধিক জায়গায়। যে ১৩ জেলায় সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হয়েছে তাদের মধ্যে আছে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, সাতক্ষীরা, ভোলা, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল। ঝড়ের ভয়েই তিন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + four =