নিউইয়র্ক: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা নিউইয়র্ক শহরের। এমন ছবি সামনে আসছে যা দেখলে মনে হবে কোন সিনেমার ঝলক কিন্তু আদতে তা নয়। ঘূর্ণিঝড় ইডার দাপটে দিশেহারা অবস্থা নিউইয়র্কের। জলে ভাসছে শহরের অধিকাংশ এবং ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সাত জনের বলে খবর।
আরও পড়ুন- ৩৫০ তালিবান খতম, ৪০ বন্দি! হুঙ্কার দিচ্ছে পঞ্জশির
সাবওয়ে থেকে শুরু করে পেট্রোল পাম্প, গাড়ি থেকে শুরু করে মেট্রো স্টেশন, সব জায়গায় জলে জলাকার। সাবওয়ের ছাদ ফুটো হয়ে জলে ভেসে যাচ্ছে মেট্রো স্টেশন, প্রচন্ড বৃষ্টি এবং ঝড়ের প্রভাবে বিধ্বস্ত নিউইয়র্ক। এমন অবস্থা হয়েছে যে মাটির নিচে পাইপ ফেটে গিয়ে মেট্রো স্টেশনে জল পরছে ট্রেনের ওপর, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কারণ যাতায়াত পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুন- ব্যক্তিগত গাড়িতে ঘুরছে গরু!
রাস্তায় রাখা গাড়িগুলি কোথাও কোথাও একে অপরের ওপরে উঠে গিয়েছে ঝড়ের তাণ্ডবে। আবার কোথাও সেগুলি ডুবে গিয়েছে জলের তলায়। শেষ পাওয়া খবরে অনুযায়ী, শহরের একাধিক সাবওয়ে এবং মেট্রো স্টেশন জলের তলায় চলে গিয়েছে।
28th street New York City #ida pic.twitter.com/JL7fClZnjv
— David Begnaud (@DavidBegnaud) September 2, 2021