সেনাকে সমালোচনা, ব্লগারকে কুপিয়ে খুন

পাকিস্তান: পাক সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে কড়া সমালোচনা৷ আর তার জেরেই ২২ বছরের পাকিস্তানি ব্লগার মহম্মদ বিলাল খানকে কুপিয়ে খুন৷ তিনি আবার ফ্রিল্যান্স সাংবাদিক৷ ইসলামাবাদে আততায়ীরা তাঁকে খুন করেছে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর৷ জানা গিয়েছে, রবিবার একটি ফোন পান মহম্মদ বিলাল৷ ডাকা হয় একটি অনুষ্ঠানের জন্য৷ সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় জঙ্গলে৷

সেনাকে সমালোচনা, ব্লগারকে কুপিয়ে খুন

পাকিস্তান: পাক সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে কড়া সমালোচনা৷ আর তার জেরেই ২২ বছরের পাকিস্তানি ব্লগার মহম্মদ বিলাল খানকে কুপিয়ে খুন৷ তিনি আবার ফ্রিল্যান্স সাংবাদিক৷ ইসলামাবাদে আততায়ীরা তাঁকে খুন করেছে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর৷

জানা গিয়েছে, রবিবার একটি ফোন পান মহম্মদ বিলাল৷ ডাকা হয় একটি অনুষ্ঠানের জন্য৷ সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় জঙ্গলে৷ এরপর সেখানেই ছুরি মেরে খুন করা হয় তাঁকে৷ করা হয় গুলি৷ ঘটনায় তাঁর এক সঙ্গীও গুরুতর আহত৷ সোশ্যাল মিডিয়ায় এই খুনের জন্য সেনা ও আইএসআইকে দায়ী করেছেন নেটিজেনদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =