ব্যক্তিগত গাড়িতে ঘুরছে গরু!

ব্যক্তিগত গাড়িতে ঘুরছে গরু!

উইসকনসিন: গাড়িতে চড়ে ঘুরছে গরু! শুনতে অবাক লাগছে? তবে বিষয়টি একেবারে সত্য ঘটনা৷ সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে।

রাস্তায় মাঝেমধ্যেই ট্রাকের পেছনে গরু বহন করতে দেখা যায়। তবে ব্যক্তিগত গাড়িতে গরুর ভ্রমণের কথা খুব কম মানুষই হয়তো শুনেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্যক্তিগত একটি গাড়ি দাঁড়িয়ে ফাস্ট ফুড শপে। পেছনের আসনের আরোহী বদ্ধ জানালার কাচ গলে বাইরে তাকিয়ে আছে। আর সেই আরোহীকে নিয়ে নেটিজেনদের সে কী আগ্রহ৷ অবশ্য আগ্রহ হওয়ারই কথা৷ আরোহী যে একটি গরু! জেসিকা নেলসন নামের এক মহিলা উইসকনসিনের মার্শফিল্ডে ম্যাকডোনাল্ডসের একটি শপে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। তখনই তিনি লক্ষ্য করেন, কিছু দূরেই একটি ব্যক্তিগত গাড়ির পেছনের আরোহীর আসনে একটি গরু। নিজের স্মার্টফোনে ঘটনাটির ভিডিও তুলে আপলোড করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দ্রুতই ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷

জেসিকা এক সংবাদ সংস্থায় বলেন, ‘প্রথমে আমার মনে হয়েছিল, গাড়ির জানলার গায়ে গরুর কোনও ছবি সাঁটানো। গাড়িতে কেই-বা গরু তুলবেন৷ কিন্তু হঠাৎ দেখলাম, গরুটা মাথা নাড়ল৷ তখনই বুঝতে পারলাম, ভুল কিছু দেখছি না। সেটি আসলে একটি বাছুর ছিল। সঙ্গে সঙ্গে ভিডিওটি তুললাম।’ তিনি আরও বলেন, ‘পরে জানতে পারি, গাড়িটির পেছনের আসনে তিনটি বাছুর ছিল। দু’টি শুয়ে ছিল, একটি দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে ছিল।’ তিনি জানান, খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, বাছুরগুলো একটি নিলামে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =