বাংলাদেশে করোনায় আক্রান্ত হাজার ছাড়াল, বাড়ছে উদ্বেগ

বাংলাদেশে করোনায় আক্রান্ত হাজার ছাড়াল, বাড়ছে উদ্বেগ

ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হিসেবে আরও ২০৯ জন শনাক্ত হয়েছে। প্রতিবেশি দেশে এটি একদিনে সর্বোচ্চ মত্যু ও আক্রান্তের রেকর্ড। নতুন রোগীদের মিলিয়ে বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। বাংলাদেশের বাইরে ১১টি দেশে দুই শতাধিক মানুষের কোরনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ সব থেকে বেশি আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশীর মৃত্যু হয়েছে৷

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা ৪৬। তবে নতুন করে কেউ সুস্থ হননি। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৪২-ই আছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২। মারা গেছেন ৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

অন্য দিকে, শুধু সিঙ্গাপুরে ৬৬৯ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন৷ বিশ্বের মোট ১১টি দেশে দুই শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ আমেরিকায় সব থেকে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে৷ রবিবার পর্যন্ত আমেরিকায় ১০১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে করোনা৷ ব্রিটেনেও করোনায় বহু বাংলাদেশির মৃত্যু হয়েছে৷ ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে ৪৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে৷
বাংলাদেশের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে গত ৪৮ ঘণ্টায়  আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে নয় জন বাংলাদেশির মৃত্যু হয়েছে৷ এছাড়াও আমেরিকায় কয়েকশো বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷ এছাড়াও কানাডায় চার জন এবং সৌদি আরব ও স্পেনে তিন জন করে বাংলাদেশির করোনায় মৃত্যু হয়েছে৷ সিঙ্গাপুরে রবিবার পর্যন্ত ৬৬৯ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *