যুদ্ধের জন্য কতটা মারাত্মক হবে কোভিড পরিস্থিতি? বিশ্লেষণে ‘হু’

যুদ্ধের জন্য কতটা মারাত্মক হবে কোভিড পরিস্থিতি? বিশ্লেষণে ‘হু’

জেনেভা: প্রায় ২০ দিন হতে চলল ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর হচ্ছে। যুদ্ধ থামার তো লক্ষণ নেইই, উলটে যত দিন যাচ্ছে তত বেশি হচ্ছে বোমাবর্ষণ, চলছে গুলি। এই পরিস্থিতিতে যে বিশ্বজুড়ে আবার কোনও এক ভয়ঙ্কর জীবাণু বা ব্যাকটেরিয়া ছড়াতে পারে তার আশঙ্কা প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার তাদের আতঙ্ক বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে। ‘হু’ বলছে, এই যুদ্ধের কারণে পৃথিবীর করোনা ভাইরাস পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। তার যথেষ্ট কারণ রয়েছে বলেই দাবি তাদের।

আরও পড়ুন- শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল, ২ মাস পর মৃত্যু ব্যক্তির

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে জানিয়েছিল, ইউক্রেনের যে পরীক্ষাগারে ক্ষতিকারক ভাইরাস বা ব্যাকটেরিয়া রয়েছে সেখানে যদি কোনওভাবে রুশ ক্ষেপণাস্ত্র বা বোমা পড়ে তাহলে ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে। নতুন করে কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়া ছড়াতে পারে। সেই কারণেই তারা রাশিয়াকে অনুরোধ জানিয়েছিল যাতে তাদের সেনা এইসব পরীক্ষাগারে হামলা না করে। এবার এই একই অনুরোধ করা হল হাসপাতালগুলির ক্ষেত্রে। ‘হু’-র তরফে রাশিয়ার সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে, তারা যেন ইউক্রেনের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলির কোনও ক্ষতি না করে। তাদের আশঙ্কা, ইউক্রেনের মানুষদের থেকেই আবার নতুন কোনও কোভিড ঢেউয়ের সৃষ্টি হতে পারে।

তথ্য বলছে, ইউক্রেনের বাসিন্দাদের টিকাকরণের মাত্রা ৩৪ শতাংশ। যা অন্যান্য দেশের নিরিখে অত্যন্ত কম। পাশাপাশি এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন। সেই সব এলাকাতেও করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। সেই প্রেক্ষিতেই ব্যাপক উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও ভয়ের ব্যাপার, যুদ্ধের কারণে টিকাকরণ একেবারে থমকে গিয়েছে ইউক্রেনে। আবার কোভিড পরীক্ষাও আর করতে পারা যাচ্ছে না। তাই লাগামছাড়া সংক্রমণ যে হতে পারে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 7 =