কোভিড পরিস্থিতিতে বদলে গিয়েছে বাতাসের মান, বলছে নাসা

কোভিড পরিস্থিতিতে বদলে গিয়েছে বাতাসের মান, বলছে নাসা

ওয়াশিংটন: বিশ্বজুড়ে করোনা প্যান্ডামিক মাথাচাড়া দেওয়ার পর একাধিক সমীক্ষায় পৃথিবীর বায়ুমণ্ডলে বেশ কিছু পরিবর্তন ধরা পড়েছে৷ দেখা দিয়েছে, উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে দূষকের পরিমাণ৷ সংক্রমণ রুখতে বিশ্বব্যাপী লকডাউনে মানুষের কর্মকাণ্ডে যে পরিবর্তন এসেছিল তা কতটা দায়ী সেটাই খতিয়ে দেখতে চাইছেন বিজ্ঞানীরা৷ পাশাপাশি দেখতে চান করোনা মুক্ত পৃথিবীতে এই পরিবর্তন কতটা ঘটত৷ 

আরও পড়ুন- ‘কোরনা ভাইরাস আল্লার সৈনিক’, সোশ্যাল মিডিয়ায় প্ররোচনা আল-কায়েদা ও ISIS এর

কোভিড আক্রান্ত এবং কোভিড মুক্ত বিশ্বের তুলনা করার জন্য কম্পিউটার মডেল ব্যবহার করেছেন নাসার বিজ্ঞানীরা৷ তাঁরা দেখেছেন, গত ফেব্রুয়ারি মাস থেকে অতিমারিজনিত বিধি নিষেধ আর লকডাউনের জেরে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে৷ হাই পারফর্মিং কম্পিউটার, নেটওয়ার্কিং স্টোরেজ এবং বিশ্লেষণের জন্য এই গবেষণার ফলাফলটি ২০২০ ইন্টারন্যাশনাল কনফারেন্সে উপস্থাপন করা হয়েছে৷  নাইট্রোজেন ডাই অক্সাইড একটি বায়ু দূষণকারী যা মূলত শিল্প এবং পরিবহণের জন্য ব্যবহৃত জীবাশ্ম জ্বালানী দহনের ফলে উত্পাদিত হয় – প্যান্ডেমিক পরিস্থিতিতে  করোনা ভাইরাস সংক্রমণ রুখতে বন্ধ ছিল এই দুটি বিষয়ই৷ 

আরও পড়ুন- হাফিজ সইদকে কারাদণ্ড দিল পাকিস্থানের আদালত

মেরিল্যান্ডের গ্রিনবেল্টে নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইউনিভার্সিটিস স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশন (ইউএসআরএ) এর বিজ্ঞানী ক্রিস্টোফ কেলার বলেন, “আমরা সকলেই জানতাম যে লকডাউন বায়ু সূচকের উপর প্রভাব ফেলবে।” কেলার গড্ডার্ডের গ্লোবাল মডেলিং অ্যান্ড এসিলিমেশন অফিসে (জিএমএও) কর্মরত৷ যেখানে সমুদ্র এবং বায়ুমণ্ডলের রসায়ন নির্ণয় করতে এবং ভবিষ্যতের জলবায়ুর পরিস্থিতি পূর্বাভাসের জন্য উচ্চ প্রযুক্তির কম্পিউটার মডেল ব্যবহার করা হয়ে থাকে। তিনি বলেন, “এটা  পরিষ্কার হয়ে গিয়েছিল যে, এই পরিবর্তন কতটা লকডাউনের প্রভাবে এবং কতটা সাধারণ দূষণের পরিবর্তনশীলতার সঙ্গে সম্পর্কিত, তা নির্ধারণ করা কঠিন হতে চলেছে।’’ দুটো বছর ঠিক এক রকম নয়৷ আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় সঞ্চালনের স্বাভাবিক পরিবর্তনের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের রসায়ন পরিবর্তন হয়। ২০১৯ বা ২০১৮ এর ডেটার সাথে ২০২০-র নাইট্রোজেন ডাই অক্সাইডের ঘনত্বের তুলনা বছরের পর বছর পার্থক্য হিসাবে বিবেচিত হবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *