পাক দখলে থাকা নিজামের ৩০০ কোটি ফেরাতে নির্দেশ আদালতের

নয়াদিল্লি: দীর্ঘ ৭০ বছর ধরে ইংল্যান্ডের ব্যাংকে গচ্ছিত হায়দ্রাবাদের নিজামের ১০ লক্ষ পাউন্ড তাদের দাবি জানিয়ে সেই অর্থ আটকে রেখেছিল পাকিস্তান৷ এই নিয়ে মামলা চলছিল দীর্ঘ কয়েক দশক ধরে৷ কারণ এই সম্পত্তির দাবি হিসাবে নিজামের বংশধর প্রিন্স মুকাররম জাহ ভারতের সঙ্গে এই মামলায় অংশ নেন৷ কিন্তু শেষমেশ ভারতের পক্ষেই রায় দিল লন্ডন হাইকোর্ট৷ লন্ডনের আদালত

f04c3abefe5d8e047133d2c101927ded

পাক দখলে থাকা নিজামের ৩০০ কোটি ফেরাতে নির্দেশ আদালতের

নয়াদিল্লি: দীর্ঘ ৭০ বছর ধরে ইংল্যান্ডের ব্যাংকে গচ্ছিত হায়দ্রাবাদের নিজামের ১০ লক্ষ পাউন্ড তাদের দাবি জানিয়ে সেই অর্থ আটকে রেখেছিল পাকিস্তান৷ এই নিয়ে মামলা চলছিল দীর্ঘ কয়েক দশক ধরে৷ কারণ এই সম্পত্তির দাবি হিসাবে নিজামের বংশধর প্রিন্স মুকাররম জাহ ভারতের সঙ্গে এই মামলায় অংশ নেন৷ কিন্তু শেষমেশ ভারতের পক্ষেই রায় দিল লন্ডন হাইকোর্ট৷ লন্ডনের আদালত জানিয়েছে, নিজামের ওই সম্পত্তিতে পাকিস্তানের কোন অধিকার নেই৷ নিজামের বংশধরেরাই ওইটা টাকার অধিকারী৷

১৮৪৮ সালে হায়দ্রাবাদের তৎকালীন নিজাম ওসমান আলি খান ব্রিটেনে পাকিস্তানের হাইকমিশনারের কাছে ১০ লক্ষ পাউন্ড নিরাপদে রাখার জন্য পাঠিয়েছিলেন৷ দেশভাগ হওয়ার সময় ওসমান আলি খান পাকিস্তানের সঙ্গে যোগ দিলেও থেকে যান ভারতে৷ তাঁর শেষ জীবন কাটে ভারতে৷ ১৯৬৭ সালে হায়দ্রাবাদের নিজামের প্রাসাদে তাঁর মৃত্যু হয়৷ ওসমান আলি খানের জীবনদশায় ওই টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল৷ কিন্তু সেই সময় থেকেই পাকিস্তানের হাই কমিশনার হাবিব ইব্রাহিম লন্ডনের একটি ব্যাংকে ওই বিপুল অর্থ গচ্ছিত রেখেন৷ পরে ওই অর্থ নিজের বলে দাবি করে পাকিস্তান৷

লন্ডনের ব্যাংকে গচ্ছিত নিজাম ওসমান আলি খানের সেই ১০ লক্ষ পাউন্ড বর্তমানে সুদে-আসলে বেড়ে হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা৷ ২০১৩ সালে পাকিস্তান দাবি করে, নিজাম ওসমান আলি খানের ওই অর্থ পাক সরকারের প্রাপ্য৷ লন্ডনের বিশেষ আদালত পাকিস্তানের এই দাবি নস্যাৎ করে জানিয়ে দেয়, এই দাবির সপক্ষে তেমন কোনও প্রমাণ মেলেনি পারিস্তান৷ তাই নিচের ওই সম্পত্তি পাকিস্তান ভোগ দখল করতে পারবে না৷ তা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *