চিনের পর ইউরোপে এবার করোনার থাবা, প্যারিসে মৃত্যু ফরাসি পর্যটকের

চিনের পর ইউরোপে এবার করোনার থাবা, প্যারিসে মৃত্যু ফরাসি পর্যটকের

প্যারিস: করোনা  ভাইরাস থাবা বাসালো  ইউরোপেও।  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে মৃত্যু হল  এক প্রবীণ পর্যটকের। এখনও ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, সেখানেই এই প্রবীণ পর্যটক ভর্তি ছিলেন। ফরাসি প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই পর্যটক চিনের নাগরিক। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত বাকিদের অবস্থা সঙ্কটজনক নয়।

চিনে ইতিমধ্যে করোনা ভাইরাসে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চিনের বাইরে হংকং, ফিলিপিন্স ও সম্প্রতি জাপানে তিন জনের মৃত্যু হয়েছে। চিনের তুলনায় যদিও এই সংখ্যা নগন্য। তবে চিনের বাইরে বিশ্বে আরও ২৫টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। চিনের বাইরে বিশ্বজুজড়ে মোট ৬০০জনের দেহে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে মাত্র ৩৫ জন ইউরোপের নাগরিক। ফ্রান্সে চিনা নাগরিকের মৃত্যুতে সেদেশর প্রশাসন করোনা ভাইরাস নিয়ে আরও সতর্ক হয়েছেন বলে জানা গিয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুঁজে জানিয়েছেন, এখনও ছয় জন ভর্তি রয়েছেন হাসপাতালে। বর্তমানে তাঁরা কড়া নজরদারিতে রয়েছেন বলে জানা গিয়েছে। এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ফ্রান্সের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, জানুয়ারির শেষের সদিকে চিন থেকে প্যারিসে যান ৮০ বছরের ওই পর্যটক। প্যারিসে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই পরীক্ষায় তাঁরা শরীরে করোনাভাইরাসের জীবানু পাওয়া যায় বলে ফরাসি স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে। শুক্রবার তাঁর মৃত্যু হয় বলে স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =