একদিনে করোনা আক্রান্ত ৬০ হাজারের বেশি, বিশ্বে দৈনিক সংক্রমণে রেকর্ড

একদিনে করোনা আক্রান্ত ৬০ হাজারের বেশি, বিশ্বে দৈনিক সংক্রমণে রেকর্ড

 
ওয়াশিংটন: আমেরিকায় করোনায় মৃতের হার কমলেও আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড করছে। আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে। আমেরিকায় বৃহস্পতিবার করোনায় ৬০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন।  আমেরিকায় একাধিক জায়গায় নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখতে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

গত বছরের শেষ দিকে চিনে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। জানুয়ারির শেষের দিকে আমেরিকায় করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়।  আমেরিকা ক্রমেই করোনা ভাইরাসের আঁতুরঘরে পরিণত হয়। একদিনে আমেরিকাতে সব থেকে বেশি আক্রান্ত বৃহস্পতিবার হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়ছে, আমেরিকার ৫০টি প্রদেশের মধ্যে ৪১টি প্রদেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমণের হার বেড়েই চলেছে। করোনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকা এখন দ্বিধাভক্ত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

আমেরিকাতে করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। তার মধ্যেও ট্রাম্প স্কুল খোলার ওপর জোর দিতে শুরু করেছে।  তাছাড়া সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করছেন তিনি। এতেই আমেরিকার একাংশ ক্ষিপ্ত হয়ে গিয়েছে।  মার্কিন নাগরিকদের একাং মনে করছে, একবছর পড়ার ক্ষতি হলে কোনও সমস্যা হবে না। প্রাণটা আগে। পাশাপাশি, প্রমাণ পাওয়া গিয়েছে, স্কুল খোলার পর সংক্রমণ বেড়ে গিয়েছে। শিশুদের মধ্যে সাধারণভাবে করোনার প্রবণতা না থাকলেও, স্কুলে যাওয়ার পর সংক্রমণের প্রবণতা বেড়ে গিয়েছে।

আমেরিকা করোনায় সব থেকে বশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর রয়েছে ব্রাজিল ও ভারত।  একসময় ইতালি ও  স্পেন করোনা সংক্রমণের এপিসেন্টারে পরিণত হয়েছিল। কিন্তু এখন সেখানে  সংক্রমণের হার অনেকটাই কমে গিয়েছে। তবে লকডাউন পরবর্তী যুগে স্পেনের ৭৩টি জায়গা থেকে নতুন করে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *