মস্কো: প্রথম করোনার ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল হতে চলেছে রাশিয়ায়। আগামী ১১ জুন থেকে এই ট্রায়াল শুরু হবে বলে জানা গিয়েছে। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরআইডিএফ জানিয়েছে এই ওষুধের নাম অ্যাভিফ্যাভির। রাশিয়ার সংস্থাটির তরফে দাবি করা হয়েছে, জাপানের অ্যাভিগানের জেনেরিক ভার্সন এটি। জাপানের ওষুধকে নিজেদের ছকে ফেলে নতুন করে তৈরি করা হয়েছে অ্যাভিফ্যাভির।
জাপানি অ্যাভিগানের বিষয়ে মার্চ থেকে গবেষণা চালাচ্ছিল রাশিয়া। সেখান থেকেই আরআইডিএফ অ্যাভিফ্যাভির তৈরি করেছে বলে জানা গিয়েছে। আরডিআইএফের কর্ণধার কিরিল মিত্রিয়েভ বলেছেন, “করোনা প্রতিরোধে প্রথমবার অ্যান্টি-ভাইরাল ওষুধ অ্যাভিফ্যাভিরের ক্লিনিকাল ট্রায়াল হতে চলেছে রাশিয়ায়। শুধু রাশিয়া কেন, এই ওষুধ সারা বিশ্বে আশা জাগাতে চলেছে। এই ওষুধ সফল হলে, করোনাকে ভয় পাওয়ার আর দরকার হবে না।
অন্যদিকে, ইতালির এক প্রবীণ চিকিত্সক দাবি করেন, করোনা ভাইরাস শক্তি হারাচ্ছে। তবে এই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে হুয়ের তরফে জানানো হয়েছে। বিশ্বের একাধিক বিজ্ঞানী জানিয়েছেন, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি।
তবে ডব্লিউএইচও -এর এপিডিমিওলজিস্ট মারিয়া ফন কেরকোভে এবং আরও কয়েকজন ভাইরাস ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ সোমবার বলেন, ইতালির প্রবীণ চিকিত্সক যা মন্তব্য করেছেন, তার কোনও প্রমাণ এখনও পাওয়া যা্য়নি। করোনার রোগের চরিত্র উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে, এটা বলারও এখনও সময় আসেনি। এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন হয়েছে। ফন জানিয়েছেন, সংক্রমণ ও তীব্রতার দিক থেকে করোনা ভাইরাসের এখনও কোনও পরিবর্তন হয়নি। করোনার শক্তিক্ষয়ের এখনও কোনও লক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখতে পায়নি বলেই জানানো হয়েছে।