বেজিং: ফের করোনার প্রকোপ চিনে। করোনার উৎসস্থল হওয়া সত্ত্বেও দ্রুত তাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল এই দেশ। কিন্তু ফের এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে চিনে। চিনের উত্তরে শিজিয়াজুয়াং প্রদেশে একশোরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। ফলে বেজিংয়ে ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষকে লকডাউনের আওতায় আসতে হয়েছে।
জানা গিয়েছে, বেজিংয়ের কাছে শিজিয়াজুয়াং শহরের বাসিন্দাদের কোথাও যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরে প্রবেশ ও শহর থেকে বের হওয়ার রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। এছাড়া এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা করা হয়েছে। শহরের মোট ৫ হাজারের বেশি করোনা পরীক্ষা করার জন্য পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। বাসিন্দার করোনা পরীক্ষার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তাই এই বন্দোবস্ত। ১২ ফেব্রুয়ারি থেকে চিনাদের নতুন বছর শুরু হবে। নববর্ষ উপলক্ষে ইতিমধ্যেই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে চিনে। এমনকী আত্মীয়কে আমন্ত্রণ জানানোর পর্বও চলছে। এই পরিস্থিতিতে লকডাউন নিঃসন্দেহে ছন্দপতন।
সম্প্রতি সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে চিন। কিন্তু সিনোফার্মের ভ্যাকসিন নেওয়ার পর মানুষের শরীরে বেশ কিছু উপসর্গ দেখা গিয়েছে। ইঞ্জেকশন নেওয়ার পর সেই অংশে যন্ত্রণা, মাথাব্যথা, দৃষ্টি ও ঘ্রাণশক্তি কমে আসা, উচ্চ রক্তচাপ ইত্যাদি একাধিক সমস্যা হচ্ছে। তাই করোনা পরিস্থিতি কতটা আয়ত্ত্বে আসবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে করোনার আঁতুড়ঘর ইউহান শহর আপাতত অনেকটাই স্বাভাবিক। কিন্তু শিজিয়াজুয়াং শহরে ফের করোনার হানা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বৃহস্পতিবার সেখানে ১২০ জন নতুন করোনায় হয়েছেন বলে খবর।