কপ্টার দুর্ঘটনায় পর্যটন মন্ত্রী-সহ ৬ জনের মৃত্যু

নেপাল: ভারত-পাক যুদ্ধের আবহে ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল নেপালের পর্যটন মন্ত্রী-সহ ৬ জনের৷ নেপালের তেহরাথুম জেলায় ভেঙে পড়ে নেপালের পর্যটন মন্ত্রীর কপ্টার৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীর৷ পূর্বে তাপলেজুং জেলায় থেকে আকাশপথে তেহরাথুম জেলায় যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে পড়ে৷ কপ্টারে ছিলেন আরও ছ’জন৷ দুর্ঘটনায় তাঁদেরও মৃত্যু হয়৷ গতবছর এপ্রিলে মালয়েশিয়ার একটি বিমান

কপ্টার দুর্ঘটনায় পর্যটন মন্ত্রী-সহ ৬ জনের মৃত্যু

নেপাল: ভারত-পাক যুদ্ধের আবহে ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল নেপালের পর্যটন মন্ত্রী-সহ ৬ জনের৷ নেপালের তেহরাথুম জেলায় ভেঙে পড়ে নেপালের পর্যটন মন্ত্রীর কপ্টার৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীর৷ পূর্বে তাপলেজুং জেলায় থেকে আকাশপথে তেহরাথুম জেলায় যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে পড়ে৷ কপ্টারে ছিলেন আরও ছ’জন৷ দুর্ঘটনায় তাঁদেরও মৃত্যু হয়৷

গতবছর এপ্রিলে মালয়েশিয়ার একটি বিমান ১৩৯ জন যাত্রী নিয়ে ওড়ার সময় পিছলে রানওয়ের বাইরে চলে যায়। এক মাস আগে ইউএস-বাংলা এয়ারওয়েজের একটি বিমান বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে। ৫১ জন মারা যান। নেপালের এয়ারলাইন্সের বিমানগুলিকে ইউরোপীয় ইউনিয়নের এয়ারস্পেসে ওড়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =