ফ্রিতে ডাউনলোড করতে চান মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি? মিলছে সুযোগ

ফ্রিতে ডাউনলোড করতে চান মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি? মিলছে সুযোগ

ওয়াশিংটন: বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (CIA) পরিচিতি দীর্ঘদিন ধরেই সুপ্রতিষ্ঠিত। কিন্তু সেই মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি এবার চলে আসছে হাতের মুঠোয়। ইন্টারনেটের মাধ্যমে রীতিমতো ডাউনলোড করা যাচ্ছে সিআইএ-র অপ্রকাশিত নথি! আচমকা এই ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়।

সূত্রের খবরে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আন-আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস (UFO) নিয়ে কাজ চালাচ্ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মীরা। তাঁদের গবেষণার চূড়ান্ত রিপোর্ট জমা দিতে এখনও বাকি বেশ কয়েক মাস। কিন্তু তার আগেই ইন্টারনেট মাধ্যমে ডাউনলোড করা যাচ্ছে CIA-র সেই নথি। কীভাবে সম্ভব হয়েছে একাজ? জানা গেছে, এদিন বেসরকারি নথি প্রকাশের সংস্থা ব্ল্যাক ভল্ট UFO সংক্রান্ত সেইসমস্ত মার্কিন নথি সামনে এনেছে।

ব্ল্যাক ভল্টের সদস্য জন গ্রিনওয়াল্ড জুনিয়র এদিন নিজেদের ব্লগে জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বেশ কিছুদিন ধরেই তাদের ইউএফও সংক্রান্ত নথি সিডিরমে (CD ROM) সংরক্ষণ করে রেখেছে। সেই নথি সংগ্রহ করার জন্য গত বছর তিনি ওই সিডি কিনেছিলেন। এই নথি হাতে পাওয়ার জন্য ব্ল্যাক ভল্টের তরফে দীর্ঘদিন ধরে লড়াই চালানো হয়েছে বলেও জানিয়েছেন জন গ্রিনওয়াল্ড জুনিয়র।

ব্ল্যাক ভল্ট জানিয়েছে, সিআইএ তাদের এই সিডিরমে দীর্ঘদিন ধরে ইউএফও সংক্রান্ত যাবতীয় গবেষণার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে রেখেছিল। সেই নথি এবার সর্বসাধারণের ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দিয়েছে ব্ল্যাক ভল্ট। মার্কিন গোয়েন্দা সংস্থার যাবতীয় নথি আপাতত দুটি ফরম্যাটে ডাউনলোড করা হচ্ছে। একটি  হল আসল এবং অপরটি হল সার্চেবেল.পিডিএফ (searchable .pdf) ফরম্যাট। দুই ফরম্যাটেই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ব্ল্যাক ভল্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ৩টি UFO নিয়ে ভিডিও প্রকাশ করেছিল পেন্টাগন সংস্থা। মূলত বেশ কয়েক বছর আগে বেসরকারি মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও গুলির সত্যতাই নিশ্চিত করা হয়েছিল। ২০০৪, ২০১৫ এবং ২০১৭ সালের ওই তিনটি অজানা বস্তুর ভিডিও নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =