করোনা-কালে ৪ হাজার কর্মীর চাকরি খেল ঠাণ্ডা পানীয় সংস্থা কোকাকোলা

করোনা-কালে ৪ হাজার কর্মীর চাকরি খেল ঠাণ্ডা পানীয় সংস্থা কোকাকোলা

 

নিউ ইয়র্ক: কোভিড পরিস্থিতিতে বেহাল বিশ্ব অর্থনীতি৷ আর্থিক মন্দার প্রভাব পড়েছে কোকাকোলার ঘরেও৷ যার জেরে আরও একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল এই ঠাণ্ডা পানীয় সংস্থা৷ উত্তর আমেরিকায় কোকাকোলার ৪ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে শুক্রবার জানাল সংস্থার কর্তৃপক্ষ৷    

কোভিড পরিস্থিতিতে অনেকটাই কমেছে এই পানীয় সংস্থার উপার্জন৷ সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে ক্রিড়া প্রতিযোগিতা, থিয়েটার, বিনোদন৷ মানুষ এখনও অনেকটাই ঘর বন্দি৷ যার ফলে এই পানীয় প্রস্তুতকারক সংস্থার আয়ও অনেক কমে গিয়েছে৷ আমেরিকার এই আইকনিক ব্র্যান্ডের ছাতায় নীচে তৈরি হয় কয়েক ডজন জুস, পানীয় জল এবং সফট ড্রিঙ্কস৷ বর্তমানে ১৭টি বাণিজ্যিক ইউনিট রয়েছে কোকাকোলার৷ তারমধ্যে ৯টি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা৷ তবে সংস্থার কর্মীদের প্যাকেজ সরবরাহ করা হবে৷ যার জন্য খরচ হবে ৩৫০ মিলিয়ন থেকে ৫৫০ মিলিয়ন ডলার৷ 

আরও পড়ুন- ৮০ বছরের দাম্পত্য জীবনে বিশ্ব রেকর্ড! চমকে দিলেন ১১০ স্বামী, ১০৪-এর স্ত্রী

শুক্রবার সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, পরিকাঠামোগত খরচ কমাতেই ভলেন্টিয়ারি সেপারেশন প্রোগ্রাম নেওয়া হয়েছে৷ যাতে যোগ্য কর্মীরা সেপারেশন প্যাকেজ নিতে পারেন৷’’ অন্যান্য দেশেও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলেও কোকাকোলার তরফে জানানো হয়েছে৷ 

প্রসঙ্গত, দিন কয়েক আগে ইউটিউব কেঁপে উঠেছিল কোকাকোলার বিস্ফোরণে৷ এই বিস্ফোরণ ঘটিয়েছিলেন রাশিয়ার ইউটিউবার ম্যাক্সিম মোনাখভ৷ ১০ হাজার লিটার কোকাকোলার সঙ্গে বেকিং সোডা মিশিয়ে এক মারাত্মক বিস্ফোরণ ঘটান তিনি। প্রায় চার বছর ধরে চেষ্টার পর ম্যাক্সিমের এই প্রচেষ্টা সফল হন। ডেলি মেলের একটি প্রতিবেদন অনুসারে ম্যাক্সিম জানিয়েছেন, এই গোটা পরীক্ষা-নিরীক্ষা ঘটাতে ভারতীয় মুদ্রায় তাঁর খরচ হয়েছে ৬.৯ লক্ষ টাকার বেশি৷ 

আরও পড়ুন- একজন সওয়ারি নিয়ে আকাশে উড়ল জাপানের ফ্লাইং কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + ten =