পরীক্ষাগারেই তৈরি করোনা ভাইরাস, দাবি চিন থেকে আমেরিকায় পালানো গবেষকের

পরীক্ষাগারেই তৈরি করোনা ভাইরাস, দাবি চিন থেকে আমেরিকায় পালানো গবেষকের

 
ওয়াশিংটন: দেশ, জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে যে শব্দটি এখন সবার জানা তা হলো করোনা। দুনিয়া জুড়ে এ হল আতঙ্কের শব্দ। সিংহভাগ মানুষের দৃঢ় বিশ্বাস এই মারণ রোগের উৎপত্তি স্থল চিনের উহান প্রদেশ। ওই এলাকার একটি অস্বাস্থ্যকর বাজার থেকেই নাকি এই জীবাণু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আবার এমনও খবর রটেছে যে এই জীবাণু চিনেরই কোনও পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। কিন্তু এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে চিন। কিন্তু সম্প্রতি চিন থেকে আমেরিকায় পালিয়ে আসা এক জীবাণুবিদ (ভাইরোলজিস্ট) দাবি করেছেন, উহান বাজার থেকে ছড়ানোর দাবি আদতে মিথ্যে। চিনের পিপল্স লিবারেশন আর্মি (পিএলএ)-র এক পরীক্ষাগারেই তৈরি করা হয়েছে করোনা ভাইরাস।

এই চিকিৎসকের নাম লি মেং-ইয়াং। তিনি হংকং স্কুল অব পাবলিক হেলথ-এর একজন গবেষক। এর আগে তিনিই দাবি করেছিলেন, চিন সরকার উহান প্রদেশের বিষয়টি প্রথম দিকে চেপে রাখার চেষ্টা করেছিল। সম্প্রতি এক ভিডিওতে তিনি জানিয়েছেন, ‘গবেষণা থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছি, এই জীবাণু এসেছে পিএলএ-র মিলিটারি শিবির থেকে। সেটা ধামাচাপ দিতেই উহান বাজারের কথা বলা হয়েছে।’ চিনের শ্যান্ডং প্রদেশের বাসিন্দা লি আরও জানিয়েছেন, গবেষণার এই ফল কাউকে জানালে বিপদ হতে পারে সেটা বুঝতে পেরেই দেশ ছাড়েন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি জানতাম যদি মুখ খুলি তাহলে আমাকে গুম করে ফেলা হবে, যেমন হংকংয়ের সাহসী প্রতিবাদীদের করা হয়েছে। হয়তো আমার নামটারও আর অস্তিত্ব থাকত না।’
চিকিৎসাবিদের এই দাবি স্বাভাবিক ভাবেই নস্যাৎ করেছে চিন। অন্যান্য দেশের কোনও তদন্তকারী সংস্থাই এই দাবির সত্যতা প্রকাশ করতে পারেনি। তাই আপাতত লি-র এই দাবি সত্য বলে মেনে নেওয়ার উপায় নেই। তবে তাঁর ভিডিও যে নতুন করে আলোড়ন তুলেছে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + five =