কীভাবে চিনা-বিষ ছড়ানোর কাজ করে চিনের সরকারি সংবাদমাধ্যম?

কীভাবে চিনা-বিষ ছড়ানোর কাজ করে চিনের সরকারি সংবাদমাধ্যম?

বেজিং: চিনা ট্যাবলয়েড সংবাদপত্র 'গ্লোবাল টাইমস'কে উদ্ধৃত করে সারা বিশ্বে বিভিন্ন সংবাদসংস্থা চিনের খবর করে। অনেকসময় চিন সরকারের থেকে সরাসরি কোনও বিবৃতি না আসলেও, গ্লোবাল টাইমস তা জানিয়ে দেয়। সারা বিশ্ব বোঝে, গ্লোবাল টাইমসের কণ্ঠস্বর, চিনের কমিউনিস্ট সরকারের (বা শাসকের ) কণ্ঠস্বর। অনেকেই হয়ত জানেন, কিংবা জানেন না, চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র-সংবাদপত্র 'পিপলস ডেইলি' গ্লোবাল টাইমসের প্রকাশক। ১৯৯৩ সাল থেকে চিনা ভাষায় প্রকাশিত হয় গ্লোবাল টাইমস।

২০০৯ থেকে আসে ইংরেজি সংস্করণ। সেক্ষেত্রে, চিন সরকারের বিরোধিতা করা তাদের পক্ষে অসম্ভব। আমেরিকার সংবাদপত্রগুলি এবং তাদের সম্পাদকীয় দফতর বারবার সরকার বিরোধিতায় অবতীর্ণ হয়। কিন্তু, 'গ্লোবাল টাইমসের' সেই ক্ষমতা নেই। বরং, চিন সরকার কূটনৈতিক ভাবে যা কখনও বলতে পরে না, সেই কথা গ্লোবাল টাইমসকে দিয়ে বলানোর চেষ্টা করে। সেই কারণেই, গ্লোবাল টাইমসের সম্পাদকীয় সারা পৃথিবীতে কুখ্যাত। চিনের যা পছন্দ নয়, তাকে বা সেই বিষয়টিকে অপমানজনক ভাষায় আক্রমণ করার মুন্সিয়ানা দেখিয়েছে গ্লোবাল টাইমস।

পরিকল্পনা একটিই – চীন সরকার মুখে যা বলতে পারে না, আন্তর্জাতিক কূটনৈতিক বিধিনিষেধে তা মান্যতা পায়না, সেই কু-বাক্যগুলি গ্লোবাল টাইমস সম্পাদকীয়তে জায়গা পায়। এইখানেই এই সংবাদপত্রের সার্থকতা। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়কে উদ্ধৃত করেছে সারা বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম। চিন সরকারের আসল লক্ষ্য কী তা জানতে সুবিধা হয়েছে। হংকং-এর স্বাধীনতা আন্দোলনকে সামনে রেখে তৈরি চলচিত্র 'টেন ইয়ার্স'কে 'ভাইরাস অফ মাইন্ড' আখ্যা দিয়েছিল গ্লোবাল টাইমসের সম্পাদকীয়। 'তাইওয়ান স্বাধীনতা চাইলে চিনের সঙ্গে যুদ্ধ অনিবার্য' কিংবা আন্তর্জাতিক আদালতে দক্ষিণ চিন নিয়ে মামলার রায়কে আমেরিকার ফাঁদ বলেছিল গ্লোবাল টাইমস।

অস্ট্রেলিয়া 'কাগুজে বিড়াল' , ডোনাল্ড ট্রাম্প এবং ব্রেকসিট (BREXIT) গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর – এমনই আক্রমনত্মক সম্পাদকীয় গ্লোবাল টাইমসকে পরিচিত দিয়েছে। কারণে অকারণে ভারতকেও নানা কুকথা এবং হুমকি শুনিয়েছে গ্লোবাল টাইমস। এডিটর-ইন-চিফ হু জিজিন এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, গ্লোবাল টাইমস সেটাই লেখে যা চিনা কমিউনিস্ট পার্টির নেতার ইচ্ছা থাকলেও মুখে বলতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 13 =