বেজিং: ভিন গ্রহের মানুষদের নিয়ে আমাদের আগ্রহ চিরন্তন৷ কেমন দেখতে তারা? কেমনই বা তাদের জীবন? সেই সকল অজানা তথ্যের সন্ধান পেতেই এলিয়ানদের খোঁজ শুরু করতে চলেছে চিন৷ তবে কি এবার সত্যিকারের ‘জাদু’র দেখা মিলবে বিশ্বে!
জানা গিয়েছে, খুব শীঘ্রই পৃথিবীর বাইরে থাকা জীবনের সন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং৷ সংবাদপত্র সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি জানাচ্ছে, ভিন গ্রহের মানুষের খোঁজে একটি বৃহৎ মাপের টেলিস্কোপের সাহায্য নেওয়া হবে। এরজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন এক্সট্রাটারেস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের (SETI) বিজ্ঞানীরা৷
আগামী সেপ্টেম্বর মাসে ৫০০ মিটার অ্যাপারচার স্পেরিকাল টেলিস্কোপ (FAST)-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এলিয়েনদের খোঁজ৷ এই FAST টেলিস্কোপ তৈরির কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। ২০১৬ সালে তা শেষ হয়। চলতি বছর জানুয়ারি মাসে এটি কাজও শুরু করেছিল। তবে বর্তমানে এর আপগ্রেডের কাজ চলছে৷
রেডিও ফ্রিকোয়েন্সিগুলির ফলে সৃষ্ট বাধাগুলি কীভাবে সরানো যায় সবার আগে তার উপরই কাজ শুরু করেছেন চিনা বিজ্ঞানীরা৷ যাতে মহাকাশ থেকে পৃথিবীতে আগত এলিয়েনদের সংকেতগুলি পাওয়া যায়। এর ফলে ভিন গ্রহের বাসিন্দারা রেডিও সংকেত পাঠালে তা সহজেই পাবে FAST. চিনা বিজ্ঞানীদের দাবি করেছেন, পৃথিবীর দিকে আগত সমস্ত তরঙ্গ ফিল্টার করে দূরবর্তী স্থান থেকে আগত সংকেতগুলি সনাক্ত করার চেষ্টা করছে। তবে এই এলিয়ানরা ইন্টেলিজেন্ট লাইফ থেকে আসবে না বলেই মনে করছেন তাঁরা৷
প্রধান বিজ্ঞানী ঝাং টংজি জানিয়েছেন, এলিয়েনদের সন্ধানে তাঁদের মিশন শুরু হবে ২০২০ সালের সেপ্টেম্বরে। তবে এই প্রকল্পের জন্য অন্যান্য মিশনের উপর কোনও প্রভাব পড়বে না৷ এই প্রকল্প নিয়ে আশাবাদী ঝাং৷