প্রতিরক্ষায় বিপুল বাজেট বরাদ্দ চিনের, রক্ষণশীল প্রতিরক্ষা নীতির সাফাই

প্রতিরক্ষায় বিপুল বাজেট বরাদ্দ চিনের, রক্ষণশীল প্রতিরক্ষা নীতির সাফাই

বেজিং: প্রতিরক্ষায় আরও জোর দিল চিন। ডিফেন্সের খাতে বরাদ্দ বাজেটের অর্থ বাড়ালো চিনা সরকার। শুক্রবার চিন তার প্রতিরক্ষা বাজেটে ২০৯ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি করেছে, যা গত বছরের তুলনায় ৬.৮ শতাংশ বেড়েছে। দেশের সংসদে এদিন জাতীয় পিপলস কংগ্রেস (এনপিসি)-এর প্রিমিয়ার লি কেকিয়াং এই বাজেট বৃদ্ধির ঘোষণা করলেন।

প্রতিরক্ষা বাজেটে এই বৃদ্ধি নিয়ে এনপিসি-এর মুখপাত্র জাং ইয়েসুই গণমাধ্যমকে জানিয়েছেন, “জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার চিনের এই প্রচেষ্টা কোনও দেশকে আক্রমণ বা হুমকি দেওয়ার উদ্দেশ্য নয়।”

কোনও দেশ অন্য দেশের জন্য হুমকি তৈরি করে কিনা তা নির্ভর করে সেই দেশ কী ধরনের প্রতিরক্ষা নীতি অনুসরণ করে তার উপর নির্ভর করে। জাং ইয়েসুই আরও জানিয়েছেন, “চিন শান্তিপূর্ণ উন্নয়নের পথে প্রতিশ্রুতিবদ্ধ এবং চিনা সরকার সবসময়ই একটি রক্ষণশীল প্রতিরক্ষা নীতি অনুসরণ করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =