মাসুদকে আড়াল করতে রাষ্ট্রসঙ্ঘে সময় চাইল চিন

বেজিং: জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু চিনের বাধায় রাষ্ট্রসঙ্ঘে এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়নি। পদ্ধতিগত কারণ দর্শিয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিনেতা মাসুদ আজহারের উপর আন্তর্জাতিক জঙ্গি তকমা লাগতে বাধা দিয়েছে চিন। চলতি মাসের ২৩ তারিখের মধ্যে চিনকে এই বাধা প্রত্যাহারের জন্য চরম সময়সীমা দিয়েছে মার্কিন

ceb515053927021dabf2b9e1f01e31fc

মাসুদকে আড়াল করতে রাষ্ট্রসঙ্ঘে সময় চাইল চিন

বেজিং: জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু চিনের বাধায় রাষ্ট্রসঙ্ঘে এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়নি।

পদ্ধতিগত কারণ দর্শিয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিনেতা মাসুদ আজহারের উপর আন্তর্জাতিক জঙ্গি তকমা লাগতে বাধা দিয়েছে চিন। চলতি মাসের ২৩ তারিখের মধ্যে চিনকে এই বাধা প্রত্যাহারের জন্য চরম সময়সীমা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। যদিও বুধবার বেজিংয়ের তরফে এসংক্রান্ত যাবতীয় দাবি উড়িয়ে দেওয়া হয়। যদিও বিতর্কিত এই বিষয়টি নিয়ে খুব শীঘ্রই সমাধানসূত্রে পৌঁছনো যাবে বলে দাবি করেছে চিন।

পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে ঘোষণা করার দাবি তোলে ভারত। দিল্লির পাশে দাঁড়িয়ে এই ইস্যুতে সরব হয় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব তোলা হলেও চিনের বাধায় এখনও পর্যন্ত মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করা সম্ভব হয়নি। পদ্ধতিগত কারণ উল্লেখ করে চিন বাধা দিলেও মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার জন্য রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সেই প্রস্তাবেরও বিরোধিতা করে চিন। এরপরেই পদ্ধতিগত বাধা সরানোর জন্য চিনকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *